chief-justice_68101

দৈনিকবার্তা-ঢাকা, ১ জুন: প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা গাফিলতির কথা উলে¬খ করে বলেছেন, পুলিশকে মামলার সঠিক তদন্ত করে বিচার প্রার্থীদের ন্যায় বিচার পেতে সহযোগীতা করতে হবে। পুলিশ তদন্ত করতে গিয়ে মামলায় প্রকৃত আসামীদের বাদ দিয়ে প্রতিবেদন দিয়ে থাকে।

গোপালগঞ্জ জেলা জজ আদালতের উদ্যোগে আদালতের সম্মেলন কক্ষে আয়োজিত জুডিসিয়াল কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি আরো বলেন, মামলায় প্রকৃত আসামীদের বাদ দিয়ে প্রতিবেদন দেওয়ায় মামলা ক্ষতিগ্রস্থ হয় এয় যারা অপরাধী তারা পার পেয়ে যায়। ১৬১ ধারায় জবানবন্দী নেওয়ার সময় পুলিশকে আরো যতœবান হতে হবে। দেশে আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। এদিকে আজ সোমবার সকালে গোপালগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত, জেলা ম্যাজিষ্ট্রেসি ও জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেসি আদালত পরিদর্শন করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।