দৈনিকবার্তা-ঢাকা, ১ জুন: র্যাংকিংয়ে তফাত অনেক।বাংলাদেশের অবস্থান ১৬৯, আর সেখানে আফগানিস্তান রয়েছে ১৩৫তম স্থানে। সাম্প্রতিক পারফরমেন্সও নয়নকাড়া আফগানদের। তাদের গায়ে লেপ্টে আছে সাফ চ্যাম্পিয়নের তকমা। সেই তুলনায় বাংলাদেশ অনেকটা পিছিয়েই। তারপরও একটি পরিসংখ্যান বাংলাদেশকে উজ্জীবিত করছে পুরোদমে। আন্তর্জাতিক ফুটবলে আফগানিস্তানের সঙ্গে এখন পর্যন্ত হারেনি বাংলাদেশ। বরং চারবারের মোকাবেলায় একবার জয়ের স্বাদই পেয়েছিল মামুনুল শিবির। মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রীতি ম্যাচে আফগানিস্তানের সঙ্গে জয়ের আশাটা করতেই পারে ক্রুইফ ব্রিগেড।অনুপ্রেরণা যোগাচ্ছে গত এশিয়ান গেমসও। ইনচিওনে যেখানে গ্রুপ পর্বে বাংলাদেশ ১-০ গোলে প্রথমবারের মতো আফগানিস্তানকে হারিয়েছিল। জয়সূচক গোলটি করেছিলেন ক্যাপ্টেন মামুনুল।
আগামীকালের ম্যাচে থাকছেন মামুনুল, সঙ্গে উজ্জীবিত গোটা শিবির। তবে ইনচিওনে বাংলাদেশের দলটি ছিল অনুর্ধ্ব ২৩‘র। ফলে অতীত নয়, বর্তমানকেই গুরুত্ব দিচ্ছেন মামুনুল ইসলাম। সোমবার বাফুফে ভবনে ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়কের কণ্ঠে জোরালো তেজ, অতীত অতীতই। এশিয়ান গেমসে ঐ দল ছিল অনুর্ধ্ব-২৩ দল। সেই দল থেকে আমাদের বর্তমান দল আরও ভালো।আফগানদের প্রশংসা করে মামুনুল বলেন, ‘আফগানিস্তান দলও নতুনের মোড়কে গড়া বেশ কঠিন দল। তাদের উন্নতিও চোখে পড়ার মতো। কিন্তু এখন পর্যন্ত তাদের কাছে আমরা হারিনি। মাঠে আমরা ফাইট করতে চাই। কারণ তাদের হারানোর ক্ষমতা আমাদের আছে। কালকের ম্যাচে সেরাটা দেয়ারই চেষ্টা করব।
বাংলাদেশ স্কোয়াডে খুব বেশী পরিবর্তন নেই। বাদ পড়েছেন শুধু গোলরক্ষক হিমেল। তার পরিবর্তে এসেছে আশরাফুল ইসলাম রানা। ইনজুরির কারণে এই ম্যাচও খেলতে পারবেন না তারকা উইঙ্গার জাহিদ। মামুনুলের ভাষায়, এছাড়া কোন সমস্যা নেই। দলের বাকি সবাই ফিট এই ম্যাচের জন্য। এই ম্যাচের আগে দেশী ভক্ত-সমর্থকদের মাঠের আসার আহ্বান জানিয়েছেন মামুনুল। তার মতে, ‘গ্যালারীতে দর্শক থাকলে বাংলাদেশ ভালো খেলে। এটা প্রমাণিত। আমি চাইব, সবাই যেন মাঠে এসে আমাদের অনুপ্রেরণা দেয়’।আফগান টিমে নতুন খেলোয়াড়ের সমারোহ। দলটি বিদেশী খেলোয়াড়ের উপরই নির্ভরশীল। স্কোয়াডে ১০ থেকে ১২ জন খেলোয়াড় আছেন, যারা খেলে থাকেন জার্মানির বিভিন্ন ক্লাবে। ফলে বাংলাদেশ কোচ আফগান টিমকে বেশ শক্তিশালী হিসাবেই মানছেন। তিনি বলেন, আফগানিস্তান দল নিঃসন্দেহে শক্থিশালী। যদিও দলটি নতুন মুখে ভরা। এটা আমার ব্যক্তিগত অভিমত। তারা ভালো কিছুই করতে চাইবে। প্রীতি হলেও এই ম্যাচটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই ম্যাচের রেজাল্ট প্রভাব ফেলবে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে। বলা চলে এটা রিয়েল টেস্ট’।
নিজ দল প্রসঙ্গে ক্রুইফ বলেন, আমার দলও বেশ অভিজ্ঞ। ভালোকিছুরই আশা করছি। সব মিলিয়ে এটা প্রস্তুতি ম্যাচ। যেখান থেকে শারীরিক ও মানসিক উন্নতিই চাইব আমি। যা কাজে লাগবে পরের দুটি ম্যাচে।মঙ্গলবার বিকেল ৪টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠেয় বাংলাদেশ-আফগানিস্তান প্রীতি ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন।
আগামী ১১ ও ১৬ জুন বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বে কিরগিজস্তান ও তাজিকিস্তানের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে দুটি প্রীতি ম্যাচ খেলে নিজেদের ঝালাই করে নেয়াই লক্ষ্য বাংলাদেশ ফুটবল দলের। যদিও প্রথম ম্যাচে সিঙ্গাপুরের সঙ্গে ২-১ গোলে হেরেছে মামুনুল শিবির।