DoinikBarta_দৈনিকবার্তা_attok-w-1425681914

দৈনিকবার্তা-গাজীপুর, ০১ জুন: গাজীপুরে ২৩০ বোতল ফেনসিডিলসহ একজনকে আটক করেছে গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতের নাম আব্দুর রাজ্জাক (৩৫), তিনি গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া রুদ্রপুর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের এসআই (উপ-পরিদর্শক) মোখলেছুর রহমান জানান, সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার হোতাপাড়া রুদ্রপুর গ্রামে মোখলেছুর রহমানের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় তার বসত ঘরের খাটের নীচে বস্তায় মোড়ানো অবস্থায় ২৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে আব্দুর রাজ্জাককে আটক করে পুলিশ। এ ঘটনায় জয়দেবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।