দৈনিকবার্তা-গাজীপুর, ০১ জুন: পরিবেশ দূষণের দায়ে গাজীপুরের একটি কারখানাকে রবিবার ১০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট উইং। এছাড়াও অপর দু’টি ডায়িং কারখানাকে আরো ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।পরিবেশ অধিদপ্তর ঢাকা সদর দপ্তরের সহকারী পরিচালক মুহম্মদ হাফিজুর রহমান জানান, দূষণবিরোধী অভিযানের কার্যক্রম হিসেবে রবিবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট) মোঃ আলমগীর পরিবেশ দূষণের দায়ে গাজীপুর জেলার ভবানীপুরের মাহনা এলাকার এলায়েন্স ব্যাগস লিমিটেড কারখানার মালিক/প্রতিনিধিকে পরিবেশ অধিদপ্তরের ঢাকা সদর দপ্তরে এনফোর্সমেন্ট উইংয়ে তলব করে শুনানী গ্রহণ করেন। এসময় তিনি অবস্থানগত ছাড়পত্র গ্রহণ ব্যতিরেকে সরকার ঘোষিত নিষিদ্ধ মৌজায় (৩ নং ভবানীপুর মৌজা) কারখানা স্থাপন এবং অনুমোদনহীনভাবে দুটি বৃহদাকার জেনারেটরের শব্দ দূষণ করার অপরাধে ওই কারখানাকে ১০ লাখ টাকা জরিমানা করেন।
এছাড়াও তিনি পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ও ইটিপি নির্মাণ ব্যতিত ডাইং কারখানা পরিচালনার মাধ্যমে বুড়িগঙ্গা নদী দূষণের অপরাধে ঢাকা জেলার শ্যামপুর কদমতলী শিল্প এলাকার চমক টেক্সটাইল মিলসকে (ডাইং) ৮ লাখ টাকা এবং ঝিলিক টেক্সটাইল মিলসকে (ডাইং) ২ লাখ টাকা জরিমানা করেন।।শুনানীতে অংশগ্রহণকারী ওই কারখানার পক্ষে উপস্থিত মালিক/প্রতিনিধিগণ অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন এবং প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করেন।