image_128347_0

দৈনিকবার্তা-ঢাকা, ১ জুন: গণতন্ত্র ফেরাতে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার ব্যবস্থা নেবে, এমনটা প্রত্যাশা করছে বিএনপি৷ মৃত্যপ্রায় গণতান্ত্রিক ব্যবস্থাকে বাঁচাতে সরকার পরমত সহিঞ্চুতার পরিচয় দিবে বলেও আশা করে দলটি৷সোমবার দলের সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন স্বাক্ষরিত বিবৃতিতে এসব কথা বলেন বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন৷রিপন বলেন, দমন-নিপীড়নমূলক পদক্ষেপ থেকে সরে এসে, সরকার বিরোধী দলগুলোকে অবাধে তাদের অধিকার চর্চার জন্য ডেমোক্রেটিক স্পেস কে সংকুচিত করার কৌশল থেকে বেরিয়ে এসে রাজনীতিতে অবাধ গণতান্ত্রিক ধারা ফিরিয়ে এনে জরাগ্রস্ত, ভঙ্গুর ও মৃতপ্রায় গণতান্ত্রিক ব্যবস্থাকে বাঁচিয়ে তুলতে পরমত সহিঞ্চুতার পরিচয় দিতে দ্রুতই বাস্তব পদক্ষেপ নেবে বলে বিএনপি এখনও আশা করে৷

তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৩৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে সারাদেশে দলীয় কর্মসূচিতে বিভিন্ন স্থানে আইন প্রয়োগকারী সংস্থার বাধার নিন্দা জানাই৷রিপন বলেন, বাংলাদেশের স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর নেয়া দরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচি, শোক র্যা লির মতো নেহায়েত সামাজিক ও শান্তিপূর্ণ কর্মসূচিতে আইন শৃঙ্খলা বাহিনীর বাধা, অসংখ্য অভিযোগ দলের বিভিন্ন শাখা থেকে পেয়ে আমরা স্তম্ভিত হয়েছি৷

ড. আসাদুজ্জামান রিপন বলেন, শান্তিপূর্ণ সমাবেশ র্যা লি করা, সামজিক অনুষ্ঠানের আয়োজন সংবিধান স্বীকৃত অধিকার হলেও বিনা ভোটের সরকার বিরোধী দলের কর্মসূচি পালনে যে অসহিঞ্চুতা প্রদর্শন করছে-তা নজীরবিহীন, সরকারের এই কর্ত্তৃত্ববাদী দৃষ্টিভঙ্গির আমরা তীব্র নিন্দা জানাই৷তিনি বলেন, দেশে জরুরি পরিস্থিতি জারি নেই, সে কারণে সাংবিধানিক মৌলিক অধিকারগুলো স্থগিতও নেই-তবুও সরকার অব্যাহতভাবে প্রতিনিয়ত মৌলিক মানবাধিকারগুলো হরণ করে চলেছে৷