দৈনিকবার্তা-ঢাকা, ৩১ মে: দুই হাজার ১৮০টি পদে নিয়োগ দিতে ৩৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)৷রোববার কমিশনের ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়৷এই বিসিএসের মাধ্যমে প্রশাসনে ২৫০ জন, পুলিশে ১২০ জন, আনসারে ১৯ জনসহ সাধারণ ক্যাডারে ৫৪২ জনকে প্রথম শ্রেণির (গেজেটেড) কর্মকর্তা পদে নিয়োগ দেওয়া হবে৷
এছাড়া প্রফেশনাল, টেকনিক্যাল এবং প্রফেশনাল/টেকনিক্যাল ক্যাডারে ৭৪০ জন, সাধারণ শিক্ষা ক্যাডারে ৮৯৪ জন এবং কারিগরি শিক্ষা ক্যাডারে চার জনকে নিয়োগ দেবে সরকার৷এ বিসিএসে অংশ নিতে আগ্রহীরা আগামী ১৪ জুন থেকে অনলাইনে আবেদনপত্র পূরণ করে ফি জমা দিতে পারবেন৷আগামী ২৩ জুলাই সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে বলে পিএসসির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে৷