1433075287

দৈনিকবার্তা-ঢাকা, ৩১ মে: বিরোধীদল হিসেবে জাতীয় পার্টি আত্মপরিচয় সংকটে ভুগচ্ছে এ মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ- টিআইবি৷ রোববার সকালে বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদের আমন্ত্রণে দেখা করতে সংসদ ভবনে যায় টিআইবির একটি প্রতিনিধি দল৷এ সময় আসন্ন বাজেটকে সামনেরেখে১১দফা দাবি জানিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান৷কালো টাকার ব্যবহার বন্ধ, সুশাসন প্রতিষ্ঠায় সংসদে ভূমিকা রাখার জন্য বিরোধীদলের প্রতি আহ্বান জানান তিনি৷প্রাক-বাজেট আলোচনায় টিআইবি সব ধরনের সরকারি ক্রয়, কর সংগ্রহ অনলাইনভিত্তিক নিরীক্ষা চালু, প্রতিরক্ষাসহ সব খাতের তথ্য প্রকাশ, অডিট আইন দ্রুত প্রণয়ন ও থোক বরাদ্দ নিরুত্‍সাহিতকরণসহ ১১ দফার সুপারিশ তুলে ধরে৷সুপারিশ তুলে ধরার সময়ে ইফতেখারুজ্জামান বলেন, গণতান্ত্রিক জবাদিহিতা, বৈষম্য নিরসন তথা মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠা অপরিহার্যতা উপেক্ষা করে উন্নয়ন ও মধ্যম আয়ের দেশের তালিকাভুক্তির স্বপ্ন আপাতদৃষ্টিতে সম্ভব বিবেচিত হলেও স্থায়ীত্বের সম্ভাবনার মাপকাঠিতে তা স্বপ্ন বিলাস হিসেবে রূপান্তরিত হবার ঝুঁকি রয়েছে৷অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন প্রকল্প গুরুত্বপূর্ণ বিবেচিত হতে পারে কিন্তু দারিদ্র্য, বৈষম্যের শিকার ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বার্থকে অধিকতর প্রধান্য দিতে হবে৷ বিশেষ করে কৃষি পল্লী উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, নারী-শিশু-যুব উন্নয়ন, ধর্মীয় নৃতাত্তি্বক সংখ্যালঘু ও প্রতিবন্ধী এবং জলবায়ু পরিবর্তনের ফলে ঝুঁকির মুখোমুখি জনগোষ্ঠীর স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে৷নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যসহ সব ঊচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এবং রাজনীতিকদের সম্পদের হিসাব প্রকাশ নিশ্চিত করতে হবে এ কথা জানিয়ে ড. ইফতেখারুজ্জামান তিন মাস পর পর তা হালনাগাদেরও আহ্বান জানান৷জাতীয় পার্টি বিরোধীদল হিসেবে যথাযথ ভূমিকা পালন করতে পারবে কিনা জানতে চাইলে ইফতেখারুজ্জামান বলেন, সেটি পারবে কিনা, বিরোধীদল প্রমাণ করবে৷ যারা বিরোধীদল হিসেবে নিজেদের দাবি করছে বা যাদের বিরোধীদল হিসেবে উপস্থাপন করা হচ্ছে, তারা নিজেরাই কাজের মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করবে৷ সেটা আমরা আশা করব৷

তিনি বলেন, বিরোধীদলীয় নেতার কার্যালয় থেকেই প্রাক-বাজেট আলোচনার বিষয়ে টিআইবির সঙ্গে যোগাযোগ করা হয়েছিল৷আলোচনার বিভিন্ন দিকও তিনি সাংবাদিকদের সামনে তুলে ধরেন৷ইফতেখারুজ্জামান বলেন, কথাটা আমরা আগেও বলেছি, আবারও বলছি, বর্তমান বিরোধীদল এক ধরনের আত্মপরিচয়ের সঙ্কটে আছে৷ এই সঙ্কট কাটিয়ে ওঠার দায়িত্ব তাদেরই৷তারা তাদের ভূমিকার মাধ্যমে এ সঙ্কট কাটিয়ে উঠতে পারে৷ যদি বাজেটের ওপর বিষয়কেন্দ্রিক আলোচনায় সক্রিয় অংশগ্রহণ করতে পারেন তারা, দেশবাসীর সামনে প্রমাণ করতে পারেন তারা সত্যিকার অর্থেই বিরোধীদলের ভূমিকা পালন করছে তাহলে হয়তো যে ধারনার সৃষ্টি হয়েছে সেটা কাটিয়ে ওঠা সম্ভব হতে পারে৷পরে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ- ও টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানের কথাগুলো তুলে ধরা হলো:রওশন বলেন, আপনারা স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত সমাজ চান, আমরাও এ নিয়ে কাজ করছি৷ আমরা চাই আপনাদের মতো লোক সংসদ পর্যবেক্ষণ করতে নয়, মেম্বার হিসেবে সংসদে আসুক৷ সেজন্য আপনাদের আমন্ত্রণ জানাই৷এ সময় ইফতেখারুজ্জামান বলেন, সবাইতো এক কাজ…৷এ সময় রওশন বলেন, আপনারা যদি সংসদে আসেন, তাহলে আপনাদের ভূমিকা আরও ফলপ্রসূ হবে৷ আপনারা সংসদের কার্যক্রম দেখবেন; পর্যবেক্ষণ করবেন৷টিআইবি নির্বাহী পরিচালক বলেন, আমরা সব সময় ভেতরে আসতে পারি না৷ আমাদের ২-১ জন সহকর্মী মাঝে মাঝে আসেন৷ তবে টেলিভিশনে আমরা সবসময় পর্যবেক্ষণ করি৷

উত্তরে রওশন বলেন, আপনারা সংসদ পর্যবেক্ষণ করবেন৷ কোনো পয়েন্ট থাকলে আমাদের জানাবেন৷ আমরা সংসদে সেটা নিয়ে আলোচনা করব৷নবম সংসদের পার্লামেন্ট ওয়াচ প্রতিবেদন তুলে ধরে গত বছর টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এক অনুষ্ঠানে বলেন, এ সংসদে বিরোধী দল নেই৷ সংসদে সরকারি দল রয়েছে৷ বিরোধীদল বলতে যা বোঝায় সে বিরোধীদল নেই৷প্রসঙ্গত: বিএনপি নেতৃত্বাধীন ২০ দল নির্বাচন বর্জনের মধ্যে গতবছর ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে টানা দ্বিতীয়বারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ৷ ৩৪ জন সদস্য নিয়ে এ সংসদে বিরোধীদল হিসেবে রয়েছে জাতীয় পার্টি৷

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ গণমানুষের আশা-আকাঙ্খা পরিপূর্ণরূপে বাসত্মবায়নের জন্য সরকার বাজেট পেশ করবে বলে আশা প্রকাশ করেছেন৷ টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান আলোচনায় ২০১৫-১৬ অর্থবছরের বাজেট নিয়ে টিআইবির সুপারিশ বিরোধী দলীয় নেতার সামনে তুলে ধরেন ৷টিআইবি সব ধরনের সরকারি ক্রয়, কর সংগ্রহ অনলাইনভিত্তিক নিরীক্ষা চালু, প্রতিরক্ষাসহ সব খাতের তথ্য প্রকাশ, অডিট আইন দ্রম্নত প্রণয়ন ও থোক বরাদ্দ নিরুত্‍সাহিতকরণসহ ১১ দফার সুপারিশ তুলে ধরে৷

অনুষ্ঠানে বেগম রওশন এরশাদ বলেন, এমন বাজেট জনগণ দেখতে চায় যেখানে সচ্ছতা, জবাবদিহিতা, ও শুদ্ধাচা নিশ্চিত হবে৷ আর এর ফলেই দুর্নীতি অনেকাংশে কমে যাবে৷তিনি বলেন, সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে দেশ এগিয়ে যাবে৷ আর এ লক্ষ্য বাসত্মবায়নে বিরোধীদল সর্বোচ্চ সহযোগিতা দিবে৷তিনি বলেন, বাজেটে কর্মসংস্থানকে অগ্রাধিকার দিলে সমাজে শানত্মি বিরাজ করবে৷ আর কর্মসংস্থানের অভাবেই জনগণ মৃতু্যর ঝুঁকি নিয়ে বিদেশে যাচ্ছে৷ কর্মসংস্থানের ব্যবস্থা করলে এ দূর্বিষহ অবস্থা থকে অনেকাংশে পরিত্রাণ পাওয়া যাবে৷টিআইবির সুপারিশের জবাবে রওশন এরশাদ শুধু পর্যবেক্ষণ না করে টিআইবির প্রতিনিধিদের নির্বাচনে অংশ নিয়ে সংসদে আশার আমন্ত্রণ জানান৷

তিনি বলেন, ‘আপনারা স্বচ্চতা ও দুর্নীতিমুক্ত সমাজ চান, আমরাও এ নিয়ে কাজ করছি৷ আমরা চাই আপনাদের মতো লোক সংসদ পর্যবেক্ষণ করতে নয়, মেম্বার হিসেবে সংসদে আসুক৷ সেজন্য আপনাদের আমন্ত্রণ জানাই৷অনুষ্ঠানে অন্য বক্তারা বাজেট প্রক্রিয়ায় স্বচ্চতা, উন্মুক্ততা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় ও স্থানীয় বাজেট নির্ভর সকল প্রকার সরকারি ক্রয়, কর সংগ্রহ ও প্রকল্প বাসত্মবায়ন কার্যক্রমে আরো স্বচ্চতা ও জবাবদিহিতার ওপর গুরুত্ব আরোপ করেন৷ জাতীয় বাজেটে সকল তথ্য স্বপ্রণোদিত, পরিপূর্ণ, ব্যাপক, নির্ভরযোগ্য ও স্বচ্ছতার সাথে প্রকাশ হবে বলে তারা আশা প্রকাশ করেন৷ জাতীয় বাজেটে রাষ্ট্রনীতি কাঠামোর সাথে সামঞ্জস্যপূর্ণ হবে এবং একই সাথে প্রতিটি কাজ জনমানুষের কল্যাণে পরিচালিত হবে বক্তারা এমন প্রত্যাশাও করেন ৷অনুষ্ঠানে বিরোধী দলীয় নেতা ছাড়াও বিরোধী দলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী, জাতীয় পার্টির এমপি রম্নহুল আমিন হাওলাদার, শওকত চৌধুরী, হুইপ নূরুল ইসলাম ওমর এমপি, সালাহউদ্দিন আহম্মেদ মুক্তি, ইঞ্জিঃ মামুনুর রশিদ ও খোরশেদ আরা হক উপস্থিত ছিলেন৷টিআইবির পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন উপ-নির্বাহী পরিচালক সুমাইয়া খায়ের, এসএম রেজওয়ান উল আলম, রফিকুল হাসান ও জাকির হোসেন খান৷