দৈনিকবার্তা-নারায়ণগঞ্জ, ৩১ মে: নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের সময় নৌপথে দু’দেশের ব্যবসার ব্যাপারে ট্রেড এ্যাগ্রিমেন্ট (ব্যবসায়িক চুক্তি) স্বাক্ষর হবে৷ এই চুক্তি বাসত্মবায়নের মাধ্যমে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর সাথেও আমাদের ব্যবসায়িক সুবিধা বাড়বে৷ রবিরার সকালে নারায়ণগঞ্জের কাঁচপুরে শীতলক্ষ্যা নদীর অবৈধ দখলমুক্ত স্থান পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন৷
নৌ-মন্ত্রী বলেন, ইতিমধ্যেই বিশ কিলোমিটার ওয়ারকয়ে নির্মান করে শীতলক্ষ্যা নদী অবৈধ দখল থেকে মুক্ত করা হচ্ছে৷ এখানে আরো ওয়াকওয়ে নির্মান করা হবে৷ নৌপথে চাঁদাবাজি বন্ধে এবং দূর্ঘটনা এড়াতে সরকার কঠোর ব্যবস্থা নিয়েছে৷ নৌমন্ত্রী বলেন, শীতলক্ষ্যা নদীতে অবৈধ দখল ও চাঁদাবাজির কারনে কাঁচপুরে ল্যান্ডিং ইজারা বিআইডবিস্নউটিএ বাতিল ঘোষণা করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহনের সিদ্ধানত্ম নিয়েছে৷ নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর কাঁচপুরে পনের একর জায়গায় সরকার ইকো পার্ক নির্মানেরও প্রক্রিয়া চলছে৷
এসময় নৌ-পরিবহন মন্ত্রীর সাথে ছিলেন স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমান, বিআইডবি্লউটিএ’র চেয়ারম্যান কমোডর মোজাম্মেল হক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস নীলা৷ কাঁচপুর পরিদর্শন শেষে নৌ-মন্ত্রী পরে নারায়ণগঞ্জে বিআইডবি্লউটিএ’র অফিস পরিদর্শন করেন৷