Thakurgaon Pic_2

দৈনিকবার্তা-ঠাকুরগাঁও, ৩১ মে: অল্প পরিশ্রমে অতিরিক্ত লাভবান হওয়ায় ঠাকুরগাঁও জেলায় এবার ব্যাপক জমিতে ভুট্টার আবাদ হয়েছে। ভুট্টা বিক্রি করে কৃষকেরা গমের লোকসান পুষিয়ে নিবে বলে আশা করছেন।ঠাকুরগাঁও জেলায় চলতি মৌসুমে ভুট্টার আবাদ হয়েছে ১৮ হাজার ৮শ’ হেক্টর । গত বছর ভুট্টার আবাদ হয়েছিল ১৭ হাজার ৮৯৪ হেক্টর। অর্থাৎ চলতি মৌসুমে অনেক বেশি জমিতে বেশি ভুট্টার আবাদ হয়েছে। এছাড়াও অল্প পরিশ্রমে অধিক লাভবান হওয়ায় এবার অনেক কৃষক তুলনামুলক উঁচু জমিতে গমের পরিবর্তে ভুট্টার আবাদ করে। তাছাড়া বীজ ও সার কম মুল্যে কিনতে পেরে কৃষকেরা তাদের জমি ফেলে না রেখে ভুট্টার আবাদ করে।

ভুট্টা সাধারনত: পানি ভিত্তিক ফসল। এ ফসলে ৪/৫ বার পানি সেচ দিতে হয়। কিন্তু এ বছর ঘনঘন বৃষ্টি হওয়ায় ভুট্টার ক্ষেতে তেমন একটা সেচ দিতে হয়নি। এতে উৎপাদন খরচ অনেক কমে গেছে।আউলিয়াপুর গ্রামের কৃষক মোজাম্মেল হক জানান, এনকে-৪০ জাতের ভুট্টা গাছ সহজে ভেঙে পড়েনা এবং ভুট্টা মোচা হয় তুলনামুলক ভালো। তাই তিনি ৩ একর জমিতে ভূট্টার আবাদ করেছেন।কৃষক আবুল হোসেন জানান, ভুট্টা মাড়াই করার পর পরই কাঁচা ভুট্টা ৫০০ থেকে সর্বোচ্চ ৫২০ টাকা আর শুকনো ৬২০ থেকে ৬৪০ টাকায় বিক্রি হচ্ছে। গত বছর ভুট্টার দাম ছিল ৮০০ থেকে ৮৫০ টাকা। এদিকে এ বছর সরকারি ভাবে গম সংগ্রহ নিয়ে টালবাহানায় কৃষকেরা গম চাষ করে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। বর্তমান বাজারে যে দামে ভুট্টা বিক্রি হচ্ছে এতে কৃষকরা লাভবান না হওয়ার আশঙ্কা করছে।

Thakurgaon Pic_1

ভুট্টা ব্যবসায়ী সুমন চৌধুরী জানান, আমরা গ্রাম থেকে ভুট্টা কিনছি। বর্তমানে মাড়াই করার পর পরই কাঁচা ভুট্টা সর্বোচ্চ ৫৫০ টাকা আর শুকনো ৬৫০ টাকা দরে কিনছি। বাজারে শুকনো ভুট্টা ৬৫০/৬৬০ টাকায় বিক্রি হচ্ছে। আমরা বাজার হিসাব করে ভুট্টা কিনছি।ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক আরশেদ আলী জানান, এ বছর জেলায় ১৮ হাজার ৮ শত হেক্টর জমিতে ভুট্টার চাষ হয়েছে এবং বাম্পার ফলন হয়েছে। কিন্তু বর্তমান বাজার দর নিয়ে কৃষক হতাশায় দিন পার করছেন। এই এলাকাতে বেশ কিছু মুরগির ফার্ম গড়ে ওঠার কারণে ধান আবাদের চেয়ে ভুট্টা চাষ বেশি হচ্ছে।