দৈনিকবার্তা-গাজীপুর, ৩১ মে: জাতীয় বিশ্ববিদ্যালয় আইসিটি বিষয়টি কলেজ শিক্ষকদের জন্য অন-লাইনের মাধ্যমে আয়োজন করতে যাচ্ছে। এছাড়াও বিজ্ঞান শিক্ষা প্রসারে জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ সমূহে সায়েন্স ল্যাব অত্যাধুনিক করার জন্য যন্ত্রপাতি ক্রয়ের অনুদান দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। রবিবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সম্মেলন কক্ষে কলেজ শিক্ষকদের ৯০তম ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে সনদ বিতরণকালে প্রধান অতিথির ভাষণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য প্রফেসর ড. মোঃ আসলাম ভূঁইয়া একথা জানান।
অনুষ্ঠাণে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর। ¯œাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র এর ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় কোর্স উপদেষ্টা প্রফেসর ড. মেজবাহউদ্দিন আহমেদ, প্রফেসর মোঃ সেলিম ভূঁইয়া, প্রফেসর শফি আহমেদ ও অধ্যাপক মোঃ নোমান উর রশীদ বক্তব্য রাখেন। এসময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিন, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধানসহ প্রশিক্ষণার্থীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রভাষক সাইদা ফাতিমা।
বিশেষ অতিথির ভাষণে প্রো-উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর বলেন, “জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রশিক্ষণ গ্রহণ করে আপনারা নিজ প্রতিষ্ঠানের অন্যকেও প্রশিক্ষিত করে তুলবেন, তাহলেই আপনাদের প্রশিক্ষণ সফল হয়েছে ভাবতে পারবেন।উল্লেখ্য, পদার্থবিজ্ঞান, ব্যবস্থাপনা এবং ইংরেজি বিষয়ে ৮৭ জন কলেজ শিক্ষক চার সপ্তাহ ধরে এ প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ ফয়জুল করিম রবিবার সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।