Rajshahi StudentLig Murder Case News 31-5-15

দৈনিকবার্তা-রাজশাহী, ৩১ মে: রাজশাহী মহানগরের প্রাণকেন্দ্র সাহেববাজার সংলগ্ন রাণীবাজার এলাকায় ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে গুলি বিনিময় ও সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনায় বোয়ালিয়া থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।নিহত জীবন শেখের বড় বোন সম্পা বাদী হয়ে ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি হাসানসহ পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।বোয়ালিয়া থানার পুলিশ পরিদর্শক মাহমুদুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার (২৮ মে) রাতে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষে এক ছাত্রলীগ কর্মী নিহত হওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় রাজশাহী সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি হাসান (৪৫), বোয়ালিয়া থানা আওয়ামী লীগ সভাপতি আতিকুর রহমান কালুর ছেলে আশিকুর রহমান তুহিন (১৮) ও রেদওয়ানুল রহমান তুষার (২৪), মিয়াপাড়া এলাকার সুর্য মিয়ার ছেলে পাপ্পু (৪৩) এবং হোসেনীগঞ্জ এলাকার কালামের ছেলে রনিসহ (২৭) অজ্ঞাত পরিচয় ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে জানান মাহমুদুর রহমান।এর আগে ফেসবুকে বিরূপ মন্তব্য করা নিয়ে বৃহস্পতিবার রাতে রাণীবাজার এলাকায় ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, গুলি বিনিময়, ভাঙচুর ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে জীবন শেখ নামে একজন মারা যান এবং আরও ১০জন আহত হন।