image_228260.14

দৈনিকবার্তা-ঢাকা, ৩১ মে: সাভারের আশুলিয়ায় ব্যাংক ডাকাতির ঘটনার প্রধান হোতা মাহফুজুল ইসলাম শামীম ওরফে সুমনকে (৩৫) আটক করেছে ঢাকা জেলা পুলিশ৷ তিনি নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলাটিমের শীর্ষ নেতা বলেও দাবি করেছে পুলিশ৷ রোববার বেলা ৩টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান৷তিনি বলেন, সুমন আশুলিয়ার ব্যাংক ডাকাতির ঘটনায় অপারেশন কমান্ডার হিসেবে ছিলেন৷ তবে, তিনি আগে জেএমবি’র শীর্ষ নেতা ছিলেন৷ বর্তমানে আনসারুল্লাহ বাংলাটিমের দায়িত্ব পালন করছেন৷এর আগে শনিবার দিবাগত রাতে রাজধানীর বাড্ডার তেঁতুলতলা এলাকা থেকে তাকে আটক করা হয়৷ রোববার বেলা দেড়টায় আটকের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া শাখার ভারপ্রাপ্ত উপ-কমিশনার এস এম জাহাঙ্গীর আলম সরকার৷নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের একজন শীর্ষ নেতা বলে জানিয়েছে পুলিশ৷

মাহফুজুল ইসলাম শামীম ওরফে সুমন নামের ৩২ বছর বয়সী ওই যুবককে শনিবার রাতে ঢাকার মধ্যবাড্ডার তেঁতুলতলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়৷ঢাকা জেলা পুলিশের সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজমুল হাসান ফিরোজ বলেন, ব্যাংক ডাকাতির সময় সুমন রাইফেল হাতে নেতৃত্বে ছিল৷ সে আনসারুল্লাহ বাংলা টিমের শীর্ষ পর্যায়ের নেতা৷গত ২১ এপ্রিল দুপুরে বাংলাদেশ কমার্স ব্যাংকের কাঠগড়া বাজার শাখায় ঢুকে বোমা মেরে, গুলি চালিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ব্যাংকের ব্যবস্থাপক, নিরাপত্তারক্ষীসহ তিনজনকে হত্যা করে ক্যাশ থেকে টাকা লুট করে ডাকাতরা৷তারা বেরিয়ে যাওয়ার সময় স্থানীয়রা প্রতিরোধ করলে ডাকাতদের গুলি ও বোমায় আরও চারজন নিহত হন৷

জনতার ধাওয়ার মুখে সন্দেহভাজন ডাকাতদের দুজন মোটর সাইকেল থেকে পড়ে গেলে গণপিটুনিতে নিহত হন একজন৷ অন্যজন চিকিত্‍সাধীন অবস্থায় দুই দিন পর হাসপাতালে মারা যান৷নাজমুল হাসান জানান, ওই ডাকাতির ঘটনায় এ পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে৷