দৈনিকবার্তা-ঢাকা, ৩১ মে: ৩০/০৫/২০১৫ খ্রি. তারিখ শনিবার রাতে রাজধানীর মধ্যবাড্ডা তেতুলবাড়ী রোড থেকে আনসার উল্লাহ বাংলা টিমের নেতা ও আশুলিয়া ব্যাংক ডাকাতি ঘটনার অপারেশন কমান্ডারকে গ্রেফতার করেছে ঢাকা জেলা পুলিশ। গ্রেফতারকৃতের নাম মাহফুজুল ইসলাম শামীম ওরফে সুমন (৩৫), পিতা-মৃত-ময়েজ উদ্দিন, গ্রাম-রানাগাছা, থানা/জেলা-জামালপুর।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী জানায় যে, ইতোপূর্বে সে জেএমবির নেতা ছিল। বর্তমানে সে আনসার উল্লাহ বাংলা টিমের নেতা হিসেবে দায়িত্ব পালন করছিল।
সে আরও জানায়, ২১/০৪/২০১৫ খ্রি. তারিখ আশুলিয়ায় সংঘটিত ব্যাংক ডাকাতির ঘটনায় অপারেশন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছে এবং রাইফেল ও গ্রেনেড ব্যবহার করে উপস্থিত জনতাকে হতাহত করে উক্ত ডাকাত দলকে নিরাপদ স্থানে নিয়ে যেতে সহায়তা করে।উল্লেখ্য যে, গত ২৩/০৮/২০১৩ খ্রি. তারিখ বগুড়ার সদর থানা এলাকায় জেএমবির প্রশিক্ষণ শিবিরে পুলিশের অভিযানকালে সে অস্ত্রসহ পালিয়ে যেতে সক্ষম হয়। ঐ ঘটনায় পুলিশ বেশকিছু অস্ত্র উদ্ধার করে।সে গত ১০/০৩/২০১৫ তারিখে গাজীপুরে সংঘটিত বোর্ডবাজারে বিকাশের ৫ লক্ষ টাকা ছিনতাইকালে এক জনকে হত্যার ঘটনায় জড়িত আছে মর্মে জানায়। ইতোমধ্যে ব্যাংক ডাকাতির ঘটনার অপর আসামি আল-আমিন হোসেন উক্ত মামলায় বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি প্রদান করেন। উক্ত স্বীকারোক্তিতেও মাহফুজুল ইসলাম শামীম ওরফে সুমন বিকাশে ৫ লক্ষ টাকা ডাকাতি ও একজনকে হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে।
সে আরও জানায় যে, ময়মনসিংহের ত্রিশালে পুলিশের প্রিজনভ্যান থেকে ছিনিয়ে নেয়া জেএমবি নেতা সালাউদ্দিনের ঘনিষ্ট সহযোগী। উক্ত ঘটনায় মুক্ত হওয়ার পর সালাউদ্দিনের সাথে নেতৃত্বের মতানৈক্য সৃষ্টি হওয়ার কারণে সে সহ একটি গ্রুপ জেএমবি থেকে বের হয়ে আনসার উল্লাহ বাংলা টিমে যোগদান করেন।ঢাকা জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম এর সার্বিক তত্ত্বাবধানে সহকারী পুলিশ সুপার (সাভার সার্কেল) নাজমুল হাসান ফিরোজ এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।