fire1

দৈনিকবার্তা-খাগড়াছড়ি, ৩০ মে: খাগড়াছড়ি রামগড় উপজেলার বড়পিলাক এলাকার এক অন্তঃসত্বা স্ত্রী সালমাকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার রাতে এ ঘটনাটি ঘটে এবং গতকাল রাতে সালমা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ।

পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে যৌতুকের জন্য তার উপর শারিরীক ও মানসিক নির্যাতন চালায় তার স্বামী মিজানুর রহমান ও তার পরিবার । সেই রেশ ধরে গত ২৭ শে মে ২০১৫ ইং তারিখে তিন মাসের অন্তঃসত্বা সালমার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় স্বামী । আর সেই ক্ষত-বিক্ষত পোড়া শরীরে শ্বাশুড়ি ঢেলে দেয় লবনাক্ত পানি । এ সময় সালমার চিৎকারে প্রতিবেশী তাকে উদ্ধার করে প্রথমে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ভর্তি করেন । পরে অবস্থার অবনতি ঘটলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে স্থানান্তর করা হয় । এবং গতকাল রাতে সালমা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ।

খাগড়াছড়ি গুইমারা থানার দায়িত্বরত অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান ঘটনাটি সত্যতা স্বীকার করে বলেন,এ ঘটনার সালমার বড় ভাই মোঃ নুরুজ্জামান বাদী হয়ে থানার সালমার স্বামী মিজানুর রহমান,শ্বশুর ও শ্বাশুরীসহ পাচঁ জনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে । এবং এ ঘটনায় আসামীদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে ।