1426949251

দৈনিকবার্তা-ঢাকা, ৩০ মে: রাজধানীর কলাবাগানের লেক সার্কাস এলাকায় গ্যাস লাইনে বিস্ফোরণে নারী ও শিশুসহ সাতজন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে তিন জনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। দগ্ধরা হলেন- সুমন (৩০), বিথী(১৫), রাব্বি (১০), অয়ন (২০), রোজী(৪০), মমতাজ (৫০) ও রেশমা আকতার (২৫)।শনিবার সকাল পৌনে ৬টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করিয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-১ এর পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক মোজাম্মেল হক জানান,, গ্যাস লাইনে বিস্ফোরণে দগ্ধ ছয়নকে বার্ণ ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। রেশমা নামের একজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। মোহাম্মদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল আলিম জানান, লেক সার্কাসের ২৯/এ নম্বর টিনশেড ঘরের পাশে থাকা গ্যাস লাইনে কাজ চলছিল। ওই লাইন ছিদ্র হয়ে সেখানে গ্যাস জমা হতে থাকে এবং একপর্যায়ে বিষ্ফোরণ ঘটে। এতে দগ্ধদের সেমি পাকা ঘরের ওয়াল ভেঙে যায় এবং টিনের চাল উড়ে যায়।তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কিভাবে আগুন লেগেছে সে বিষয়ে এখনও জানা যায়নি।ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, ঘটনাটি কীভাবে ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।