দৈনিকবার্তা-ঢাকা, ৩০ মে: স্পিকার ও সিপিএ চেয়ারপার্সন ড: শিরীন শারমিন চৌধুরী বলেছেন, নারীর ক্ষমতায়ন ও জেন্ডার সমতা নিশ্চিতের ক্ষেত্রে সমস্যা চিহ্নিত করে তা সমাধানে সকলকে একযোগে কাজ করতে হবে।তিনি বলেন, কর্মক্ষেত্রে নারীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। নারী ক্ষমতায়ন ও জেন্ডার সমতা নিশ্চিত করতে সমস্যাগুলো চিহ্নিত করে কর্মক্ষেত্রে নারীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে। শনিবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ভবনে ওমেন আর্কিটেক্টস,ইঞ্জিনিয়ার, প্ল্যানার্স এসোসিয়েশনের (ডব্লিউএইপিএ) বার্ষিক সাধারণ সভা ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে স্পিকার একথা বলেন।
তিনি বলেন, নারী ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে নারীদের জন্য অধিক কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি তাদের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করতে হবে।তিনি আরো বলেন, নারী ক্ষমতায়ন ও জেন্ডার সমতা নিশ্চিতকরণে সরকার কাজ করে যাচ্ছে। এ বিষয়ে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে আরো এগিয়ে আসতে হবে।তিনি বলেন, বাংলাদেশ নারী ক্ষমতায়নে বিশ্বে একটি রোল মডেল। বাংলাদেশে জেন্ডার সমতা অর্জনে অনেক দূর এগিয়েছে। মাতৃমৃত্যু হার হ্রাস, শিশুমৃত্যুহার হ্রাস সহ এমডিজির বিভিন্ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
তিনি আরো বলেন, নারীদের সকল পেশায় এগিয়ে নিতে যে সকল চ্যালেঞ্জ রয়েছে সেগুলো মোকাবিলা করে নারীর ক্ষমতায়নকে টেকসই করতে সকলকে একযোগে কাজ করতে হবে এবং উন্নয়নের সকল ক্ষেত্রকে নারীবান্ধব করতে হবে। এ লক্ষ্যে ডব্লিউএইপিএ কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডব্লিউএইপিএ এর সভাপতি প্রফেসর খালেদা একরাম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে এর ডব্লিউএইপিএ সাধারণ সম্পাদক সেলিনা আফরোজা, প্রফেসর গোলাম রহমান ও প্রফেসর এম. এ. রউফ বক্তব্য রাখেন।