দৈনিকবার্তা-নারায়ণগঞ্জ, ৩০ মে: নারায়ণগঞ্জের ফতুল্লায় শবে বরাতকে সামনে রেখে মরিচা বোম তৈরীর সময় তা বিস্ফোরিত হয়ে একই পরিবারের ৪ জন অগ্নিদগ্ধ হয়েছে। শুক্রবার রাতে ফতুল্লার তল্লয় মাদবর বাড়ি এলাকার জেসমিনের বাড়িতে ওই ঘটনা ঘটে। ওই বাড়ির একটি রুম ভাড়া নিয়ে ফয়েজ আহমেদ ভাড়া থাকেন। তিনি স্থানীয় ভাবে মরিচা বোম তৈরীর কারিগর হিসেবে পরিচিত।ওই ঘটনায় আহতরা হলেন, সুফিয়া বেগম (৪০), তার বড় ছেলে শফিকুল ইসলাম শুভ (১৮), ছোট ছেলে সৃজন আহমেদ (১৬) ও মেয়ে সেজুতি আক্তার (১২)। তাদের মধ্যে শফিকুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক। তার শরীরের ৫০ শতাংশ পুড়ে গেছে।
বাড়ির মালিক জেসমিন জানায়, তার বাড়ির একটি রুম ভাড়া নিয়ে ফয়েজ ও তার পরিবার বসবাস করে। শুক্রবার রাতে বিকট শব্দে তার ঘরে বিস্ফোরণ ঘটে। স্থানীয় ছুটে গিয়ে দেখতে পান ঘরের মধ্যে ৪ জন দগ্ধ অবস্থায় পড়ে আছে। পরে তাদের উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ আবদুল মান্নান বলেন, দগ্ধদের প্রাথমিক চিকিৎসা দেবার পর তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে পাঠিয়ে দেওয়া হয়েছে।ফতুল্লা মডেল থানার ওসি আসাদুজ্জামান খান বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। কিভাবে তারা দগ্ধ হলো তার তদন্ত চলছে।