দৈনিকবার্তা-ঢাকা, ৩০ মে: সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তামাক নিয়ন্ত্রণের জন্য বাজেট রাখার প্রতিশ্রুতি দিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিএম এনামুল হক। তিনি বলেন, এ বছরের বাজেটে সিটি কর্পোরেশন তামাক ও ধূমপান নিয়ন্ত্রণে একটি আলাদা বাজেট রাখা হবে। একজন ধূমপায়ীর লাং পরিস্কার করতে দশ বছর সময় লাগে এবং ধূমপানজনিত কারণে জটিলব্যাধি ক্যান্সারসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পৃথিবীতে প্রতিবছর অনেক মানুষ মারা যাচ্ছে। সুতরাং ঢাকা সিটিতে তামাকজাতদ্রব্যের ব্যবহার কমিয়ে নিয়ে আসতে সিটি কর্পোরেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তিনি আরও জানান, আগামীতে বর্জত শূন্য ঢাকা শহর বিষয়টির সাথে সিগারেট শূন্য বিষয়টিও অন্তর্ভূক্ত করা হবে। শনিবার রাজধানীর গুলশানস্থ ইয়ুথ ক্লাবের সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় এ তথ্য জানানো হয়। ঢাকা আহ্ছানিয়া মিশন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন যৌথভাবে আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভার পূর্বে একটি র্যালি গুলশানের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব এম রেজাউল করিম সরকার রবিন, ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ার হোসেন মৃধা, সংস্থাপন মন্ত্রণালয়ের উপ-সচিব ও স্বাস্থ্যমন্ত্রণালয়ের তামাক নিয়ন্ত্রণ সেলের সাবেক সমন্বয়কারী আমিনুল আহসান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সচিব আবু সাইখ শেখ এবং স্বাস্থ্য কর্মকর্তা ডা: ইমদাদুল হক।অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ঢাকা আহ্ছানিয়া মিশনের উপ-পরিচালক মোঃ ইকবাল মাসুদ।বক্তারা বলেন, তামাক নিয়ন্ত্রণ আইনে ৫০% বাস্তবায়িত হয় তাহলেও তামাক নিয়ন্ত্রণ করা সহজ হবে। বর্তমানে ঢাকা সিটি কর্পোরেশনের প্রতিটি প্রকাশনায় ধূমপান বিরোধী বার্তা থাকছে। ভবিষ্যতে এই ধূমপানবিরোধী কার্যক্রমকে আরো এগিয়ে নিতে সকলের সমন্বিত প্রচেষ্টা দরকার।