Jhenidah human chain photo 30-5-15

দৈনিকবার্তা-ঝিনাইদহ, ৩০ মে: অর্পিত সম্পত্তি তালিকাভুক্ত জমি বাবদ দাবীদার জনগণের সময়সীমা একবারে দুই বছর বৃদ্ধি, তফসিল তালিকাভুক্ত জমি বাবদ ট্রাইবুনালে মামলা করার সময়সীমা এক বছর বৃদ্ধিসহ বিভিন্ন দাবীতে ঝিনাইদহে মানব বন্ধন কর্মসূচী পালিত হয়েছে। শনিবার দুপুরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ এবং বাংলাদেশ শহরের পোস্ট অফিস মোঢ়ে ঘন্টাব্যাপী এ মানব বন্ধনে বক্তব্য রাখেন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ণ চন্দ্র বিশ্বাস, সাধারণ সম্পাদক এ্যাড. সুবীর সোমাদ্দার, জেলা কালী মন্দিরের সভাপতি পঞ্চরেশ পোদ্দার, প্রসেনজিৎ ঘোষ শিপন, প্রফুল্ল সরকারসহ অন্যানোর। মানব বন্ধনে বক্তারা বিভিন্ন দাবী তুলে ধরেন।