DoinikBarta_দৈনিকবার্তা_mamunul

দৈনিকবার্তা-ঢাকা, ২৯ মে: ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে সাত ধাপ এগিয়ে সিঙ্গাপুর। তবে প্রীতি ম্যাচের প্রতিপক্ষ স্বাগতিক বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না অতিথি দলটির কোচ বার্নড স্টেনজ ও অধিনায়ক শাহরিল বিন ইসহাক।বাংলাদেশ ফুটবল ফেডারেশনে শুক্রবার সংবাদ সম্মেলনে সিঙ্গাপুরের কোচ বলেন, তাদের (বাংলাদেশ) সম্পর্কে আমি খুব বেশি জানি না। তবে তাদেরকে হালকাভাবে নিচ্ছি না। আমার মনে হয়, তারা আমাদের বিপক্ষে ভালো লড়াই করবে। ফিফার র‌্যাঙ্কিংয়ে সিঙ্গাপুরের অবস্থান ১৬২তম; আর বাংলাদেশ আছে ১৬৯তম স্থানে।আগামীকাল শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ।

সিঙ্গাপুরও ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের বাছাই পর্ব সামনে রেখে বাংলাদেশ সফরে প্রীতি ম্যাচ খেলতে এসেছে। তাই প্রীতি ম্যাচটিকে বাছাইয়ের প্রস্তুতি সেরে নেওয়ার সুযোগ হিসেবে নেওয়ার কথা জানান দলটির কোচ। কোচের সুরে সুর মিলিয়ে অতিথি দলের অধিনায়ক ইসহাকও বলেন, সামনে আমাদের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ রয়েছে এবং এ কারণে এই প্রীতি ম্যাচটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ।বাংলাদেশে হওয়া সর্বশেষ বঙ্গবন্ধু গোল্ডকাপে খেলেছিল সিঙ্গাপুরের অনূর্ধ্ব-২৩ দল। সেবার সেমি-ফাইনালে মালয়েশিয়ার কাছে হেরে বিদায় নেয় তারা। বঙ্গবন্ধু গোল্ডকাপে খেলা কেউই সিঙ্গাপুরের এই দলে নেই বলে জানান কোচ। স্টেনজ জানান, বাংলাদেশে আসার আগে মাত্র দুই সেশনে অনুশীলনের সুযোগ পেয়েছে তার দল। তবে মামুনুল-এমিলিদের সমীহ করলেও সিঙ্গাপুর কোচ বলেন, আমাদের প্রস্তুতি ভালো এবং তাদের বিপক্ষে আক্রমণাত্মক ফুটবলই খেলব।