DoinikBarta_দৈনিকবার্তা_Press_club_-NRF_-(2)_86433

দৈনিকবার্তা-ঢাকা, ২৯ মে: বেতন বৃদ্ধির দাবিতে কর্মবিরতিতে যাচ্ছে সহকারী প্রাথমিক শিক্ষকরা। সহকারী প্রাথমিক শিক্ষকদের বেতন বৃদ্ধি সহ ১২ দফা দাবিতে সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ে ৫ জুন থেকে ১০ জুন কালো ব্যাজ ধারণ, ১১ থেকে ১৫ জুন ১০ টা থেকে ১১টা পর্যন্ত কর্মবিরতি ও শিক্ষাপ্রতিষ্ঠানে কালো পতাকা টানানো হবে।শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি থেকে বাংলাদেশ সহকারী প্রাথমিক শিক্ষক সমাজের সভাপতি শাহিনুর আল আমীন এ ঘোষণা দেন।তিনি বলেন, শিক্ষকদের মানুষ গড়ার কারিগর বলা হলেও আমরা বেতন পাই একজন ড্রাইভারের চেয়েও কম। অপরদিকে প্রধান শিক্ষকের সঙ্গে আমাদের বেতন বৈষম্যও অনেক বেশি। এ বৈষম্য দূর করতে প্রধান শিক্ষকের বেতন স্কেল আট হাজার টাকা ও সহকারী শিক্ষকদের ৬ হাজার চারশ’ টাকা করার দাবি জানাই।আল আমীন আরো বলেন, বেতন বৃদ্ধিসহ ১২ দফা দাবি না মানলে সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ে ৫ জুন থেকে ১০ জুন কালো ব্যাজ ধারণ, ১১ থেকে ১৫ জুন ১০ টা থেকে ১১টা পর্যন্ত কর্মবিরতি ও শিক্ষাপ্রতিষ্ঠানে কালো পতাকা টানানো হবে। এর মধ্যে দাবি না মানলে পরবর্তীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্মসূচি ঘোষণা করা হবে।

এই শিক্ষক নেতা বলেন, মানুষ গড়ার কারিগর বলা হলেও প্রাথমিক শিক্ষকদের বেতন দেওয়া হয় একজন গাড়ি চালকের চেয়ে কম। অন্যদিকে প্রধান শিক্ষকদের সঙ্গে সহকারী শিক্ষকদের বেতনের ব্যবধান অনেক বেশি।প্রধান শিক্ষকের বেতন স্কেল আট হাজার টাকা ও সহকারী শিক্ষকদের ছয় হাজার চারশ টাকা করার দাবি জানান তিনি।আন্দোলনরত শিক্ষকদের দাবিগুলোর মধ্যে প্রধান শিক্ষকদের পদক্রম দশম গ্রেডে এবং সহকারী শিক্ষকদের একাদশ গ্রেডে উন্নীত করা, প্রধান শিক্ষক পদে নিয়োগ বন্ধ করে পদোন্নতির ভিত্তিতে ওই পদে নিয়োগ, সহকারী শিক্ষক পদটিকে এন্ট্রি পদ ধরে মহাপরিচালক পর্যন্ত পদোন্নতির নীতি প্রণয়ন, প্রাথমিক শিক্ষা সম্পর্কিত বিভাগীয় নীতি নির্ধারণী সিদ্ধান্তের ক্ষেত্রে সাংগঠনিক প্রতিনিধিত্ব নিশ্চিত করা, শিক্ষা বাজেটের অর্ধেক প্রাথমিক শিক্ষা খাতে ব্যয় নিশ্চিত করা, নিয়োগ বিধিতে নারী ও পুরুষের সমান শিক্ষাগত যোগ্যতা রাখা, শিক্ষক নিয়োগে ২৫ শতাংশ পোষ্য কোটা চালু করা, চাকুরির সময়কাল ২০ বছর পূর্ণ হলে স্বেচ্ছায় অবসরের সুযোগসহ পেনশনের সুবিধা চালু করার দাবিও রয়েছে।দাবি পূরণ না হলে পরে সংবাদ সম্মেলন করে মহাসমাবেশসহ নতুন কর্মসূচি ঘোষনা করা হবে হুঁশিয়ার করেন শাহিনুর আলআমীন।বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি নাসরিন সুলতানা, বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব শাজাহান আলম সাজুসহ বিভিন্ন জেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নেতারা এ মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন।