21

দৈনিকবার্তা-ঢাকা, ২৯ মে: খেলোয়াড়দের জীবন এখন বিপন্ন । সন্ত্রাসীরা এখন খেলোয়ারদের বাড়ীতে যেয়ে চাদা দাবি করছে, চাঁদা না দিলে তাদেরকে হত্যা করছে অথচ পুলিশ প্রশাসন এখনো কাউকে গ্রেফতার করছে না । জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক কায়ছার হামিদ আরো বলেন, অবিলন্বে সন্ত্রাসীদের গ্রেফতার করে বিচারের আওতায় না আনলে আমরা খেলোয়ারা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবো ।চাঁদাবাজির প্রতিবাদ করায় সাবেক কৃতি ফুটবলার নাদির বিন কামরুল হত্যার সুষ্ট তদন্ত ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে শুত্রবার সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় দলের সাবেক ও বর্তমান ফুটবল খেলোয়াড়রা মানব বন্ধন কর্মসুচিতে অংশ নিয়ে এসব কথা বলেন।

জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেন, আমাদের কারো জীবনের নিরপত্তা নাই। সরকারের ব্যার্থতার ফলেই একের পর এক আঘাতের ঘটনাগুলো ঘটছে। যদি মানুষের জানমালের নিরাপত্তা দিতে না পারেন তাহলে আদতে তাদের কি ক্ষমতায় থাকার কোনো অধিকার আছে?উল্লেখ্য ২৫শে মে সোমবার  সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নরসিংদীর পলাশ উপজেলার চরনগরদী এলাকায় চাঁদা না দেওয়ায় জাতীয় ফুটবল দলের সাবেক কৃতি ফুটবলার নাদির বিন কামরুল কে কুটিয়ে হত্যা করে সন্ত্রাসীরা ।মানব বন্ধনে উপস্থিত ছিলেন- জাতীয় দলের সাবেক ফুটবলার কায়ছার হামিদ, আমিনুল হক, মাসুদ রানা , আরমান মিয়া, মতিউর মুন্না, মিজানুর রহমান ডন , মেজবাউদ্দিন সেজু , মো: পাপ্পু , রিয়াজ আহম্মেদ ,আহমেদ ইমতিয়াজ নকীব , জিয়াউর রহমান , মানব বন্ধনে একাত্বতা প্রকাশ করেন বাংলাদেশ ফুটবল সাপোটর্স ফোরাম , সোনালী অতীত ক্লাব , খেলোযার কল্যান সমিতি ,জাতীয প্রেস ক্লাবে ইউনিয়ন ফোরাম ,  বাংলাদেশ জাতীয় ফুটবল দলের বর্তমান ফুটবলাররা।