55555

দৈনিকবার্তা-ঢাকা, ২৮ মে: গত ২৭/০৫/২০১৫ তারিখ বুধবার রাত ০৮.০০ টায় রাজধানীর সূত্রাপুর থানাধীন লক্ষীবাজারস্থ মহানগর মহিলা কলেজের সামনে থেকে ৫ চাঁদাবাজকে গ্রেফতার করেছে সূত্রাপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতদের নাম ১। শ্রী সাগর লস্কল ওরফে তারক ২। সৈকত চৌকদার ৩। মন্টি দাস ৪। জুয়েল ও ৫। জানে আলম। এ সময় তাদের হেফাজত হতে নগদ ১ লক্ষ টাকা, ১টি মোবাইল ফোন ও ২টি সিম উদ্ধার করা হয়।উল্লেখ্য গত ১৪/০৫/১৫ তারিখ জিসান গ্রুপের পরিচয় দিয়ে মোবাইল ফোনের মাধ্যমে জনৈক আব্দুর রহিম পাটোয়ারীর নিকট ২০ লক্ষ টাকা চাঁদা দাবী করে। চাঁদা না দিলে পাটোয়ারীকে মুত্যুর প্রস্তুত ও তার মেয়েকে অপহরনের হুমকী দেয়। এ সংক্রান্তে আব্দুর রহিম সূত্রাপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেন। তদন্তের এক পর্যায়ে এদেরকে গ্রেফতার করা হয়।ডিসি (ওয়ারী) এস এম মোস্তাক আহমেদ খান, পিপিএম এর সার্বিক তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়।