DoinikBarta_দৈনিকবার্তা_nahid_15240

দৈনিকবার্তা-ঢাকা, ২৮ মে: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন সকল দপ্তরসমূহে ক্রয় কার্যক্রমে স্বচ্ছতাও গতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে ই-টে-ারিং কার্যক্রম উদ্বোধন করলেন। তিনি বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের মাসিক বেতনভাতার সরকারি অংশ (এমপিও) বিকেন্দ্রীকরণ ও অনলাইন এমপিও পদ্ধতি চালু করেন।মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিপ্তরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষাসচিব মো. নজরুল ইসলাম খান, সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের যুগ্ম প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব রতন কুমার রায় প্রমুখ বক্তৃতা করেন।

শিক্ষামন্ত্রী বলেন, কর্মকর্তাদের কাজের স্বচ্ছতা, দক্ষতা ও যোগ্যতা বৃদ্ধি করার লক্ষ্যে এ সরকার প্রথম থেকে কাজ করছে। ই-টে-ারিং ব্যবস্থা চালু করার ফলে টেন্ডার নিয়ে নানারকম জটিলতার অবসান হয়ে স্বচ্ছতা নিশ্চিত হবে। তিনি বলেন এখন এমপিও’র জন্য শিক্ষক-কর্মচারীদেরকে ঢাকাতে আসতে হয়। অনলাইন পদ্ধতি চালু হওয়ার তার অবসান হলো। এখন নিজ নিজ উপজেলা শিক্ষা অফিসারে দপ্তরে তথ্যাদি ও কাগজপত্র জমা দিলে ত্বড়িৎ তার সমাধান হবে। ভোগান্তি দূর হবে। আগামী সেপ্টেম্বরের মধ্যে সারাদেশের এমপিও অনলাইনে করা হবে।পরে মন্ত্রী রংপুরের পীরগঞ্জ উপজেলার কর্মকর্তাদের সাথে ভিডিও করফারেন্সিং করে অনলাইন এমপিও উদ্বোধন করেন।