1432792991

দৈনিকবার্তা-ঢাকা, ২৮ মে: আইনজীবীদের সনদ প্রদানসহ পেশাগত বিষয়ের সর্বোচ্চ সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন আগামী ১৩ আগস্ট করতে নির্দেশ দিয়েছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ৷প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেয়৷ একই সঙ্গে আদালত আগামী ১২ জুলাইয়ের মধ্যে ভোটার তালিকা সংশোধন করে তা প্রকাশে আদেশ দিয়েছে৷ বার কাউন্সিলের চেয়ারম্যান এটর্নি জেনারেল ও সচিবকে এ ভোটার তালিকা প্রকাশ করতে হবে৷

বার কাউন্সিলের নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ বিষয়ে আনা আবেদনের ওপর গত ২৪মে শুনানি শেষে বৃহস্পতিবার এই আদেশ দেয়া হয়৷আইনজীবীদের সনদসহ পেশাগত বিষয়ের সর্বোচ্চ সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করে গত ২১ মে আদেশ দেয় হাইকোর্ট৷ বিচারপতি কাজী রেজা-উল হক ও আবু তাহের মো. সাইফুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে বার কাউন্সিলের নির্বাচন নিয়ে আনা আলাদা দুটি রিটের প্রাথমিক শুনানি নিয়ে এ আদেশ দেয়৷গত ১৭ মে এ সংক্রানত্ম একটি রিট আবেদন দায়ের করেন সুপ্রিমকোর্টের আইনজীবী ড. ইউনূস আলী আকন্দ৷ আইনজীবী ড. ইউনূস আলী আকন্দ জানান, বার কাউন্সিল নির্বাচনের ভোটার তালিকা ও ভোট পদ্ধতি নিয়ে রিট দায়ের করা হয়৷ শুনানি শেষে আদালত নির্বাচন ৩ মাসের জন্য স্থগিত করে আদেশ দেয়৷ হাইকোর্টের এ আদেশ স্থগিতে ওইদিনই আপিল বিভাগের চেম্বার জজ আদালতে আবেদন করেন বার কাউন্সিলের সচিব মোহাম্মদ আলতাফ হোসেন৷ আদালত বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের পুর্ণাঙ্গ বেঞ্চে প্রেরণ করে৷

আইনজীবীদের সনদসহ পেশাগত বিষয়ের সর্বোচ্চ এ সংস্থার নির্বাচন গতকাল ২৭ মে হওয়ার কথা ছিল৷ এর আগে ২০ মে এ নির্বাচনের জন্য দিন ধার্য ছিল৷ বার কাউন্সিলের এক জরুরি সভায় নেয়া সিদ্ধানত্মে নির্বাচন পিছিঁয়ে দেয়া হয়৷ ভোটার তালিকায় থাকা কিছুত্রুটি হালনাগাদ করার জন্য সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধানত্ম হয়েছিল৷ নির্বাচনে মোট ৪৮ হাজার ৪’শ ৬৫ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে৷ গত ৯ এপ্রিল ভোটার তালিকা প্রকাশ করা হয়৷প্রতি তিন বছর অনত্মর অনত্মর বার কাউন্সিল নির্বাচন অনুষ্টিত হয়৷ বার কাউন্সিল ১৫ জন সদস্যের সমন্বয়ে পরিচালিত হয়ে থাকে৷ এর মধ্যে রাষ্ট্রের এটর্নি জেনারেল পদাধিকার বলে এর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন৷ আর বাকী ১৪ জন আইনজীবীদের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে থাকেন৷ ১৪ জনের মধ্যে সংখ্যাগরিস্ট সদস্যের মতামতের ভিত্তিতে একজন ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়ে থাকেনআইনজীবীদের নিয়ন্ত্রক ও তদারক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচনের জন্য ১৩ অগাস্ট দিন ঠিক করে দিয়ে তার এক মাস আগে ভোটার তালিকা হালনাগাদ করে প্রকাশ করতে বলেছে আপিল বিভাগ৷

আদেশে বলা হয়, বার কাউন্সিলের চেয়ারম্যান (অ্যাটর্নি জেনারেল) ও কাউন্সিলের সচিকে ভোটার তালিকা পর্যালোচনা করে ১২ জুলাইয়ের মধ্যে তা প্রকাশ করতে হবে৷ আর ভোট হবে ১৩ অগাস্ট৷নির্বাচন হওয়ার আগ পর্যন্ত বর্তমান কমিটিই কাজ চালিয়ে যাবে বলে কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন জানান৷গত ২৫ মার্চ বার কাউন্সিল নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়, যাতে ভোটের দিন রাখা হয়েছিল ২০ মে৷ এরপর ৯ এপ্রিল কাউন্সিল নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ করে, যাতে ভোটার সংখ্যা দেখানো হয় ৪৮ হাজার ৪৬৫ জন৷তবে ওই তালিকায় ‘অস্পষ্টতা ও একই ধরনের নাম একাধিকবার’ থাকার কথা জানিয়ে কাউন্সিলের পাঁচ নির্বাচিত সদস্য এবং ১০১ জন আইনজীবী আলাদাভাবে বার কাউন্সিলের চেয়ারম্যান ও সচিবকে চিঠি দেন৷ চিঠিতে তারা তালিকা ঠিক করতে বলেন৷এরপর ১২ মে তলবি সভা করে ভোটের তারিখ পিছিয়ে ২৭ মে নতুন তারিখ রাখা হয়৷