DoinikBarta_দৈনিকবার্তা_23_139795

দৈনিকবার্তা-ঢাকা, ২৮ মে: পাঁচ বছর পর নিজের নতুন একক অ্যালবাম নিয়ে শ্রোতাদের সামনে আসছেন জনপ্রিয় ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু। অ্যালবামের নাম ‘জীবনের গল্প’। অ্যালবামে গান থাকবে মোট আটটি। ইতিমধ্যে অ্যালবামের অর্ধেক কাজ শেষ। সব গানের কথা, সুর এবং সংগীতপরিচালনা আইয়ুব বাচ্চুর নিজের। ঈদেই অ্যালবামটি প্রকাশের ইচ্ছে আছে আইয়ুব বাচ্চুর।অ্যালবামটি সিডি আকারে প্রকাশের পাশাপাশি অনলাইনেও প্রকাশিত হবে। ইতিমধ্যে ‘জীবনের গল্প’ শিরোনামের গানটির মিউজিক ভিডিও গানবাংলা চ্যানেলে নিয়মিত প্রচারিত হচ্ছে। পাশাপাশি ইউটিউবে আইয়ুব বাচ্চুর অফিশিয়াল চ্যানেলেও গানটি শ্রোতারা শুনতে পারবে।অ্যালবাম প্রসঙ্গে আইয়ুব বাচ্চু বলেন, অ্যালবামটি নিয়ে বিশেষভাবে বলার কিছু নেই। অ্যালবামের নাম শুনেই বোঝা যাচ্ছে কেমন হবে অ্যালবামের গানগুলো। মানুষের জীবনের গল্প নিয়েই এই অ্যালবাম। অ্যালবামের গানগুলোতে মানুষ জীবনের গল্প খুঁজে পাবে।