Thakurgaon Sugar Mill Pic

দৈনিকবার্তা-ঠাকুরগাঁও, ২৮ মে: সাবেক পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন এমপি বলেছেন, বর্তমান সরকার কৃষিবান্ধব ও শিল্পবান্ধব। তাই চিনি শিল্পকে বৈচিত্র্যকরণের মাধ্যমে লাভজনক শিল্পে পরিণত করতে নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে সরকার। এর আগে বিএনপি জোট সরকারের ভুল সিদ্ধান্তের কারণে দেশের চিনিকলগুলো লোকসানি শিল্পে পরিণত হয়েছে। এ লক্ষ্যে আখ চাষি, শ্রমিক প্রতিনিধি ও মিলের সংশি¬ষ্ট কর্মকর্তাদের সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে।তিনি বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও চিনিকলের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

দেশে চিনির বাজার স্থিতিশীল রাখাসহ দারিদ্র্যবিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে এ শিল্পের যুগান্তকারী ভূমিকার কথা উলে¬খ করে বলেন, প্রতিষ্ঠানগুলো এ পর্যন্ত শুল্ক, মূসক ও আয়কর বাবদ রাষ্ট্রীয় কোষাগারে ৩ হাজার ৪০০ কোটি টাকা জমা দিয়েছে। ঠাকুরগাঁও চিনিকলে সুগারবিট থেকে চিনি উৎপাদন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মূকে চন্দ্র বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল ইসলাম, চিনিকলের ব্যবস্থপনা পরিচালক আব্দুল আজিজ, ভারপ্রাপ্ত মহা ব্যবস্থাপক (কৃষি) আব্দুর কাদের, উপ ব্যবস্থাপক সিভিল খলিলুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, ইক্ষু চাষী প্রতিনিধি ইউনুছ আলী, আমজাদ হোসেন প্রমুখ।