দৈনিকবার্তা-ঢাকা, ২৮ মে: বর্তমানে বিশ্বব্যাপী ব্যাংক হচ্ছে সবচেয়ে বড় আর্থিক প্রতিষ্ঠান৷ বাণিজ্যিক ব্যাংকসমূহ তাদের ঋণ সংক্রানত্ম কার্যক্রম পরিচালনার ৰেত্রে রীতিমত ঝুঁকির সম্মুখীন হচ্ছে৷ ব্যাংকসমূহ যে ধরনের ঝুঁকি মোকাবেলা করে থাকে তার মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ হচ্ছে ঋণের ঝুঁকি, আবার এ ঋণ থেকে প্রাপ্ত আয়ই বাণিজ্যিক ব্যাংকসমূহের প্রধান আয়ের উত্স৷ সুতরাং ঋণের যথাযথ ব্যবস্থাপনা না হলে ব্যাংকের মুনাফা প্রভাবিত হয়৷বৃহস্পতিবার রাজধানীর কারওয়ানবাজারে আইসিসি সম্মেলনকক্ষে সংগঠনের বাংলাদেশের ব্যাংকিং, টেকনিক এবং প্র্যাকটিসেস বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মোহাম্মদ এ. রুমী আলী এপ্লিকেশন অব রুলস ফর ইন্টারন্যাশনাল ট্রেড ফাইনান্স’ শীর্ষক আইসিসি বাংলাদেশের কর্মশালার উদ্বোধনকালে এ কথাগুলো বলেন৷তিনি ব্যাংকারদের ঝুঁকি সংক্রানত্ম বিশেষ জ্ঞান আহরণের ওপর গুরম্নত্বারোপ করেন৷
মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও আনিস এ.খান তার বক্তৃতায় বলেন যে প্রশিৰন ছাড়া দৰ ব্যাংকার হিসাবে আত্বপ্রকাশের কোন বিকল্প নেই৷ এ প্রেক্ষিতে তিনি ব্যাংকারদের প্রশিক্ষিত করার জন্য আইসিসি বাংলাদেশ দেশে এবং বিদেশে আয়োজিত বিভিন্ন প্রোগ্রামের ভূয়সী প্রশংসা করেন৷আইসিসি বাংলাদেশের সেক্রেটারী জেনারেল আতাউর রহমান ব্যাংকারদের জন্য আইসিসি বাংলাদেশের চলমান কিছু প্রোগ্রামের কথা তুলে ধরেন৷ মোট ৭৫ জন ব্যাংকার কর্মশালায় অংশগ্রহণ করেন৷