hanif

দৈনিকবার্তা-ঢাকা, ২৭ মে: ইত্যাদির এবারের পর্ব ধারণ করা হয়েছে গাজীপুর জেলার সফিপুরে অবস্থিত আনসার একাডেমিতে৷ অনুষ্ঠান ধারণ চলে সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত৷ নিয়মিত পর্ব হিসেবে এবারও রয়েছে যথারীতি মামা-ভাগ্নে, নানী-নাতি ও চিঠিপত্র বিভাগ৷ রয়েছে বিভিন্ন সমসাময়িক ঘটনা নিয়ে বেশকিছু সরস অথচ তীক্ষ নাট্যাংশ৷ এবারও ইত্যাদির শিল্প নির্দেশনা ও মঞ্চ পরিকল্পনায় ছিলেন ইত্যাদির নিয়মিত শিল্প নির্দেশক মুকিমুল আনোয়ার মুকিম৷

এবারের উল্লেখযোগ্য শিল্পীরা হলেন কে.এস ফিরোজ, সোলায়মান খোকা, আব্দুল আজিজ, জিয়াউল হাসান কিসলু, শবনম পারভীন, আব্দুল কাদের, জিল্লুর রহমান, আফজাল শরীফ, সুভাশিষ ভৌমিক, কাজী আসাদ, কামাল বায়েজিদ, মামুনুল হক টুটু, আনোয়ার শাহী, তারিক স্বপন, বিলু বড়ুয়া, মুকুল সিরাজ, নিপু, জাহিদ চৌধুরী, পাপিয়া, অশোক বড়ুয়া, নজরুল ইসলাম, মতিউর রহমান, ফরিদসহ আরও অনেকে৷ পরিচালকের সহকারি হিসেবে ছিলেন যথারীতি রানা ও মামুন৷ ইত্যাদির এই পর্ব একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে-এ প্রচারিত হবে ২৯ মে রাত ৮টার বাংলা সংবাদের পর৷ ইত্যাদির রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত৷