দৈনিকবার্তা-ঢাকা, ২৭ ম: একাত্তরে মানবতাবরিোধী অপরাধে মৃত্যুদণ্ডাদশে পাওয়া জামায়াতরে সক্রেটোরি জনোরলে নতো আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আপলিরে রায় ঘোষণা হবে ১৬ জুন।উভয়পক্ষরে যুক্তর্তিক (র্আগুমন্টে) উপস্থাপন শষেে বুধবার এ দনি র্ধায করছেনে সুপ্রমি র্কোটরে আপলি বভিাগ। প্রধান বচিারপতি সুরন্দ্রে কুমার সনিহার নতেৃত্বে চার বচিারপতরি আপলি বঞ্চেে এ শুনানি শষে হয়ছে।ে বঞ্চেরে অন্য সদস্যরা হলনে- বচিারপতি নাজমুন আরা সুলতানা, বচিারপতি সয়ৈদ মাহমুদ হোসনে ও বচিারপতি হাসান ফয়জে সদ্দিকিী।
বুধবার শুনানরি নবম দনিে রাষ্ট্রপক্ষে যুক্তর্তিক উপস্থাপন শষে করনে অ্যার্টনি জনোরলে মাহবুবে আলম। তনিি গত ১৮ ম,ে মঙ্গলবার (২৬ ম)ে ও বুধবার মোট তনি র্কাযদবিসে যুক্তর্তিক শষে করলনে। ২৫ পৃষ্ঠার একটি লখিতি যুক্তওি আদালতে দাখলি করছেনে অ্যার্টনি জনোরলে।এরপর রাষ্ট্রপক্ষরে যুক্তর্তিকরে জবাব দনে মুজাহদিরে আইনজীবী এস এম শাহজাহান।গত ২৯ এপ্রলি থকেে আপলি মামলার শুনানি শুরু হয়ছে।ে প্রথমে শুনানি করনে আসামপিক্ষ। ১৮ মে র্পযন্ত ট্রাইব্যুনালরে রায় ও রায় সংক্রান্ত নথপিত্র ( পপোরবুক) পাঠ শষে করে সোমবার (২৪ ম)ে যুক্তর্তিক উপস্থাপন শুরু করনে এস এম শাহজাহান। মঙ্গলবার যুক্তর্তিক উপস্থাপন শষে করনে মুজাহদিরে প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসনে।২০১৩ সালরে ১৭ জুলাই মুজাহদিকে মৃত্যুদণ্ড দনে আর্ন্তজাতকি অপরাধ ট্রাইব্যুনাল-২। পরে একই বছররে ১১ আগস্ট খালাস চয়েে সুপ্রমি র্কোটে আপলি করনে মুজাহদি।তবে র্সবােচ্চ সাজা হওয়ায় আপলি করনেনি রাষ্ট্রপক্ষ।
ট্রাইব্যুনালরে পুরো রায়রে বরিুদ্ধে ১১৫টি যুক্তি নয়িে আপলি করনে মুজাহিদ। ট্রাইব্যুনাল যসেব কারণে সাজা দয়িছেনে, তার আইনগত ও ঘটনাগত ভত্তিি নইে বলওে দাবি করনে তনি।ি মূল আপলি ৯৫ পৃষ্ঠার, এর সঙ্গে ৩ হাজার ৮০০ পৃষ্ঠার ডকুমন্টে দাখলি করা হয়ছে।েমুজাহদিরে বরিুদ্ধে আনা ৭টি অভযিোগরে মধ্যে ৫টি প্রমাণতি হয়ছেে এবং ২টি প্রসকিউিশন প্রমাণ করতে পারনেনি বলে বলে ট্রাইব্যুনালরে রায়ে উল্লখে করা হয়ছে।ে এর মধ্যে ১, ৩, ৫, ৬ ও ৭ নম্বর অভযিোগ প্রমাণতি হয়ছেে এবং ২ ও ৪ নম্বর অভযিোগ প্রসকিউিশন প্রমাণ করতে পারনেন।ি প্রমাণতি ১ নম্বর অভযিোগকে ৬ এর সঙ্গে সংযুক্ত করে এ দু’টি অভযিোগে সমন্বতিভাবে ও ৭ নম্বর অভযিোগে মুজাহদিকে ফাঁসতিে ঝুলয়িে মৃত্যুদণ্ড, ৫ নম্বর অভযিোগে যাবজ্জীবন এবং ৩ নম্বর অভযিোগে ৫ বছররে কারাদণ্ডাদশে দওেয়া হয়ছে।ে প্রমাণতি না হওয়া ২ ও ৪ নম্বর অভযিোগে খালাস পয়েছেনে মুজাহদি।
১ নম্বর অভযিোগে ছলি, শহীদ সাংবাদকি সরিাজ উদ্দনি হোসনে হত্যা ও ৬ নম্বর অভযিোগে ছলি সুপয়িরি রসেপনসবিলিটিতিে থাকা নতো হসিবেে গণহত্যা সংঘটতি করা, পাকস্তিানি সনোবাহনিীকে সহযোগতিা করা, হত্যা, নর্যিাতন, বতিাড়ন ইত্যাদরি ঘটনা। প্রথম অভযিোগে শহীদ সাংবাদকি সরিাজ উদ্দনি হোসনে হত্যার ঘটনায়ও তার সুপরিয়ির রসেপনসবিলিটিি (র্উধ্বতন নতেৃত্ব) দায় ছলি বলে উল্লখে করা হয় রায়।ে ৭ নম্বর অভযিোগে ছলি, ফরদিপুররে কোতোয়ালি থানার বকচর গ্রামে হন্দিু সম্প্রদায়রে ওপর আক্রমণ ও গণহত্যার ঘটনা। এসব অভযিোগ প্রমাণতি হয়ছেে উল্লখে করে মুজাহদিকে ফাঁসরি আদশে দনে ট্রাইব্যুনাল। এসব অভযিোগ প্রসকিউিশন সুষ্পষ্টভাবে প্রমাণ করতে পরেছেনে বলে ট্রাইব্যুনালরে রায়ে উল্লখে করা হয়ছে।ে
প্রমাণতি ৫ নম্বর অভযিোগে ঢাকার নাখালপাড়ায় পুরোনো এমপি হোস্টলেে শহীদ সুরকার আলতাফ মাহমুদসহ কয়কেজন গরেলিা মুক্তযিোদ্ধাকে হত্যার দায়ে মুজাহিদকে যাবজ্জীবন কারাদণ্ডাদশে দনে ট্রাইব্যুনাল। এছাড়া প্রমাণতি ৩ নম্বর অভযিোগে ফরদিপুর জলোর কোতোয়ালি থানার গোয়ালচামট এলাকার (রথখোলা) মৃত রমশে চন্দ্র নাথরে পুত্র রণজি ৎ নাথ ওরফে বাবু নাথকে আটক ও নর্যিাতনরে দায়ে ৫ বছররে কারাদণ্ডাদশে পয়েছেনে মুজাহদি। অন্যদকিে প্রমাণতি না হওয়া ২ নম্বর অভযিোগে ফরদিপুর জলোর চরভন্দ্রাসন থানায় বভিন্নি গ্রামে হন্দিুদরে বাড়ঘিরে অগ্নসিংযোগ, লুটপাট ও গণহত্যার অভযিোগ এবং ৪ নম্বর অভযিোগে কোতোয়ালি থানার গোয়ালচামট এলাকার মোঃ আবু ইউসুফ পাখকিে আটক ও নর্যিাতনরে অভযিোগ থকেে খালাস পান মুজাহদি। ২০১০ সালে যুদ্ধাপরাধরে বহু প্রতীক্ষতি বচিার শুরুর পর এটি হবে আপলি বভিাগরে চর্তুথ রায়।একাত্তরে মুক্তযিুদ্ধ চলাকালে সাংবাদকি, শক্ষিকসহ বুদ্ধজিীবী হত্যা এবং সাম্প্রদায়কি হত্যা-নর্যিাতনরে দায়ে ২০১৩ সালরে ১৭ জুলাই আর্ন্তজাতকি অপরাধ ট্রাইব্যুনাল জামায়াতে ইসলামীর সক্রেটোরি জনোরলে মুজাহদিকে মৃত্যুদণ্ড দয়ে।
ওই রায়রে বরিুদ্ধে সে বছর ১১ অগাস্ট আপলি করনে মুজাহিদ। রাষ্ট্রপক্ষ আপলি না করলওে শুনানতিে অংশ নয়িে দণ্ড বহাল রাখতে যুক্তর্তিক উপস্থাপন কর।েযুদ্ধাপরাধ মামলায় এর আগে তনিটি মামলায় আপলি বভিাগরে চূড়ান্ত রায় এসছে;ে দণ্ড র্কাযকর হয়ছেে জামায়াতরে দুই সহকারী সক্রেটোরি জনোরলে কাদরে মোল্লা ও মুহাম্মদ কামারুজ্জামানরে।আপলি বভিাগরে আরকে রায়ে জামায়াতরে নায়বেে আমরি দলোওয়ার হোসাইন সাঈদীর সাজা কময়িে যাবজ্জীবন কারাদণ্ড দওেয়া হয়ছে।ে তবে সইে রায়রে র্পূণাঙ্গ অনুলপিি প্রকাশতি না হওয়ায় রভিউি নষ্পিত্তি হয়ন।িআর শুনানি চলার মধ্যইে মুক্তযিুদ্ধকালীন জামায়াত আমরি গোলাম আযম ও বএিনপরি সাবকে মন্ত্রী আবদুল আলীমরে মৃত্যু হওয়ায় তাদরে আপলিরে নষ্পিত্তি হয়ে গছে।ে