দৈনিকবার্তা-রাজশাহী ২৭ মে: নিম্নমানের কাজের অভিযোগে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সড়ক সংস্কারের কাজ বন্ধ করে দিয়েছেন বিক্ষুব্ধ গ্রামবাসী৷ উপজেলার সাহাব্দিপুর থেকে ভাটোপাড়া ভাটা পর্যনত্ম সংযোগ সড়কটির কার্পেটিং চলাকালে বেলা ১২টার দিকে গ্রামবাসী কাজ বন্ধ করে দেন, শেষ খবর পাওয়া পর্যনত্ম কাজ বন্ধই ছিল৷
গোদাগাড়ীর স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগে (এলজিইডি) খোঁজ নিয়ে জানা গেছে, প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে প্রায় এক কিলোমিটার দৈর্ঘ্যর ওই সড়কটির সংষ্কারের কার্যাদেশ পেয়েছিল ‘রাকা এন্টার প্রাইজ’ নামে রাজশাহীর একটি ঠিকাদারী প্রতিষ্ঠান৷ এই প্রতিষ্ঠানের প্রোপ্রাইটর অসিমুল হকের ভাই জয়নাল আবেদীন কাজটি করছেন৷
সাহাব্দিপুর-ভাটোপাড়া এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার দুপুরে সড়কের পুরনো ইটের ওপর নামমাত্র পিচ-পাথর দিয়ে কার্পেটিং চলছিল৷ তবে কার্পেটিংয়ের আগে ইটের ওপর কোনো পিচ দেওয়া হচ্ছিলনা৷ আবার কার্পেটিংয়ের আগে পুরনো সড়কটি পরিষ্কারও করা হয়নি৷ সেখানে ছিলনা কোনো রোলারও৷এমনকি সেখানে এলজিইডি’র দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলী সাইদুর রহমানও উপস্থিত ছিলেন না৷ ফলে অত্যনত্ম নিম্নমানের কাজ করে দায় সারছিলেন ঠিকাদারের লোকেরা৷ এ অবস্থায় গ্রামবাসী ঠিকাদারের ব্যবস্থাপক কামরুল ইসলামের কাছে সংষ্কার কাজের সিডিউল দেখতে চান৷ কিন্তু তিনি সিডিউল না দেখিয়ে গ্রামবাসীর সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন৷ একপর্যায়ে গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে কাজ বন্ধ করে দেন৷
এ ব্যাপারে জানতে চাইলে কাজের মান নিয়ে কথা বলতে চাননি ঠিকাদারের ব্যবস্থাপক কামরুল ইসলাম৷ সংস্কার কাজের সিডিউল দেখতে চাইলে তিনি তা-ও দেখাতে পারেননি৷ এ বিষয়ে কথা বলতে ঠিকাদার জয়নাল আবেদীনের মুঠোফোনে বারবার ফোন দেয়া হলেও তিনি ধরেননি৷এ ব্যাপারে জানতে চাইলে সড়ক সংষ্কার কাজের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এলজিইডি’র গোদাগাড়ীর উপ-সহাকারী প্রকৌশলী সাইদুর রহমান বলেন, ‘কাজের মান খুবই ভালো৷ সিডিউল মেনে শতভাগ কাজ হচ্ছে সেখানে৷’ তিনি উলেস্নখ করেন, এতো ভালো কাজ গোদাগাড়ীতে তিনি আর কখনোই করাতে পারেননি৷তবে গ্রামবাসী কাজ বন্ধ করলেন কেন-জানতে চাইলে তিনি বলেন, কেন কাজ বন্ধ করা হয়েছে, তা তিনি খতিয়ে দেখছেন৷ খুব শিগগির কাজ শুরু করার চেষ্টা চলছে বলেও জানান তিনি৷