দৈনিকবার্তা-ঢাকা, ২৭ মে: আসন্ন বাংলাদেশ সফরে পুরোপুরি ফিট খেলোয়াড়দের পাঠাতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)৷এ লৰ্যে দলের ফিটনেস পরীৰা নিচ্ছে বিসিসিআই৷স্থানীয় ইন্ডিয়ান এঙ্প্রেস পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়েছে- আগামী ১০ জুলাই শুরম্ন হওয়া বাংলাদেশ সিরিজের জন্য নির্বাচিত প্রত্যেক খেলোয়াড়কে এবার ফিটনেস পরীৰায় উত্তীর্ণ হতে হচ্ছে৷বিসিসিআই সম্পাদক অনুরাগ ঠাকুর পত্রিকাটিকে বলেন,আমরা দেখেছি অতি সম্প্রতি বেশ কয়েকটি সফরের মাঝখানে কিছু খেলোয়াড় ভেঙ্গে পড়েছে৷ এমনটা ঘটবে না-আমরা সেটা নিশ্চিত হতে চাই৷দল ঘোষণার পর আগামী ৬ জুন এ ফিটনেস পরীৰার অনুষ্ঠিত হবে৷ ৭ জুন বাংলাদেশে পেঁৗছাবে ভারতীয় দল৷ নারায়নগঞ্জের ফতুল্লায় ১০ তারিখ প্রথম টেস্ট শুরু হবে৷ এরপর ১৮, ২১ ও ২৪ জুন অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ৷অর্থাত্ বাংলাদেশকে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করে এবার আর যেন তেন ফিটনেস পরীৰা দিয়েই খেলোয়াড়রা দলে সুযোগ পাচ্ছে না৷ পুরো দলকেই পুরোপুরি ফিটনেস পরীক্ষা দিয়ে এ সফরে আসতে হবে৷
রবীন্দ্র জাদেজা এবং ভুবনেশ্বর কুমার যথাক্রমে কাঁধে ও পায়ের গোঁড়ালিতে আঘাত পেয়ে গত অস্ট্রেলিয়া সফরের মাঝ পথেই দেশে ফিরে আসতে বাধ্য হয়েছিলেন৷ বোর্ডের অপর একটি সূত্র জানিয়েছে, গত বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে বিতর্কিত ঘটনাও এমন ফিটনেস পরীৰার কারন৷ বিশ্বকাপে বাংলাদেশ দারুণ নৈপুণ্য দেখিয়েছে৷ এরপর দলটি নিজ মাঠে পাকিসত্মানকে হোয়াইটওয়াশ করেছে৷ তাই টাইগারদের এমন নজর কাড়া পারফরমেন্সকে হিসেবে রেখেই কোন প্রকার ঝুঁকি নিতে চাইছে না বিসিসিআই৷ভারত এ সফরে দ্বিতীয় সারির দল পাঠাতে যাচ্ছে বলে কোন কোন গণমাধ্যমে খবর প্রকাতি হয়েছিল৷ তবে শেষ পর্যনত্ম পূর্ণ শক্তির দলই তারা ঘোষণা করেছে৷
সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ইতোমধ্যেই বাংলাদেশের বিপক্ষে সতর্ক হতে পরামর্শ দিয়েছেন ভারতীয় বোর্ডকে৷ সব কিছু মিলিয়ে বাংলাদেশের কাছ থেকে কঠিন চ্যালেঞ্জ আসতে পারে বিবেচনা করেই এমন সতর্ক পদক্ষেপ নিতে যাচ্ছে বিসিসিআই৷