দৈনিকবার্তা-ঠাকুরগাঁও, ২৭ মে: ঠাকুরগাঁওয়ে সরকারীভাবে চাল ক্রয়ের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার সকাল ১০টায় ঠাকুরগাঁও সদর এলএসডি খাদ্য গুদামে চাল ক্রয়ের উদ্বোধন করেন পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি।
জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক সাদেক কুরাইশী, জেলা খাদ্য নিয়ন্ত্রক চৌধুরী মোস্তাফের হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম স্বপন, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন সরকার প্রমুখ। এ বছর ঠাকুরগাঁও সদর উপজেলায় প্রতি কেজি ৩২ টাকা দরে ১ হাজার ৫শ মেঃটন চাল ক্রয় করবে। চাল ক্রয় অভিযান আগামী ৩১ আগষ্ট পর্যন্ত চলবে।