দৈনিকবার্তা-ঢাকা, ২৭ মে: ইউরোপে প্রথম ট্র্যাক অ্যান্ড ফিল্ডে নামলেন গতি দানব উসাইন বোল্ট এবং খুব সহজেই জিতে নিয়েছেন ২০০ মিটার স্প্রিন্ট। কিন্তু সহজ জয়েও রয়েছে প্রশ্ন। ২০ সেকেন্ডের বাধা অতিক্রম করতে পারেননি তিনি। যা বেশ ভাবাচ্ছে জ্যামাইকান গতি দানবকে।
তবে এটা ঠিক, উসাইন বোল্টের ধার এখনও কমেনি। ২০১৬ অলিম্পিকে ফের চমক দেখানোর জন্য তৈরি হচ্ছেন জ্যামাইকান এই কিংবদন্তি। চেক প্রজাতন্ত্রের তৃতীয় বৃহত্তম শহর অস্ত্রাভায় বৃষ্টিবিঘ্নিত দিনে গোল্ডেন স্পাইক মিটের ২০০ মিটারে ট্রাকে স্বর্ণ জিতলেন বোল্ট।২০.১৩ সেকেন্ডে ২০০ মিটার দৌড়েছেন তিনি। হারালেন যুক্তরাষ্ট্রের ইসায়া ইয়ংকে। ১০০ মিটারে সাবেক বিশ্ব রেকর্ডধারী আসাফা পাওয়েলও এই প্রতিযোগিতায় নিজেকে মেলে ধরতে পারেননি। ১০০ মিটার দৌড় শেষ করতে তিনি সময় নেন ১০.০৪ সেকেন্ড। ২০০৯ সালে ১৯.১৯ সেকেন্ড করে রেকর্ড করেছিলেন বোল্ট।
গত এপ্রিলে জ্যামাইকাতেই ২০.২০ সেকেন্ডে ২০০ মিটার দৌড়েছিলেন এই গতিদানব। গত এপ্রিল থেকে অবশ্য এখনও কিছুটা ভালো সময় পার করছেন। অলিম্পিকে আরও ভালো কিছু করে দেখানোর ব্যাপারে আত্মবিশ্বাসী বোল্ট।তিনি বলেন, ‘এই বছরে প্রথম পারফরম্যান্স। অনেকদিন পরে ট্র্যাকে দৌড়লাম। আরও ভালো পারফরম্যান্স করতে হবে। আশা করছি পরবর্তী পর্বে আরও ভালো পারফরম্যান্স করব।’