দৈনিকবার্তা-ঢাকা,২৭ মে: খরস্রোতা পাহাড়ি গঙ্গায় র্যাফটিং করাকে আপত্তিকর ও অশ্লীল বলে মন্তব্য করেছে বিশ্ব হিন্দু পরিষদ নামে ভারতের একটি মৌলবাদী সংগঠন।বিশ্ব হিন্দু পরিষদের দাবি‚ যারা হিন্দু ধর্মাবলম্বীদের পুণ্যভূমি হৃষিকেশে র্যাফটিং করে তারা শুধু অভিযানের উদ্দেশেই আসে না। জলবিহারে আসা ছেলে-মেয়েরা একসঙ্গে নদীর ধারে বসে মদ্যপানসহ আরো আপত্তিজনক কাজ করে। এর ফলে পরিবেশ তো নষ্ট হয়ই, সেই সঙ্গে বিঘ্ন ঘটে সাধু-সন্ন্যাসীদের ধ্যানেও।তাই এ সংগঠনের দাবি, পবিত্র গঙ্গার পাশে বসে শুধুমাত্র ধ্যান করা যাবে। তার স্রোতে ভেসে জলবিহার করা যাবে না।
এদিকে প্রতি বছর হৃষিকেশে প্রায় ৪ লাখ অভিযাত্রী আসে র্যাফটিং করতে। লছমনঝুলা-হৃষিকেশ‚ মালকুন্তি-হৃষিকেশ এবং শিবপুরী-হৃষিকেশ, মূলত এ তিনটি জোনেই উপভোগ করা হয় এ খেলা। আর এতে করে স্থানীয় প্রশাসন প্রতি বছর রাজস্ব পায় প্রায় ১৯ লাখ টাকা। যদি বিশ্ব হিন্দু পরিষদের প্রতিবাদে এটিকে বন্ধ করে দেয়া হয়, তাহলে বিপুল অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হবে সরকার।