Ukhiya-Pic.jpg1415204377685

দৈনিকবার্তা-কলাপাড়া, ২৭ মে: কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকায় টিনশেডের শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বুধবার সকাল থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়। পটুয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে কলাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক কুমার রায় এ অভিযানে নেতৃত্ব দিয়েছেন। কুয়াকাটা ট্যুরিস্ট ও নৌ-পুলিশ যৌথভাবে এ অভিযানে সহায়তা করেছে। উল্লেখ্য উচ্চ আদালতের নির্দেশনা থাকলেও তা উপেক্ষা করে কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকায় এসব স্থাপনা তোলা হয়েছে। গড়ে তোলা হয়েছে ঘিঞ্জি বস্তি। ফলে ঝড়-জলোচ্ছ্বাসকালীন প্রানহানির শঙ্কা রয়েছে। তবে এসব ক্ষুদ্র ব্যবসায়ীদের অভিযোগ স্থায়ীভাবে পাকা বহুতল স্থাপনা উচ্ছেদ করা হয় নি।