karagar

দৈনিকবার্তা-গাজীপুর, ২৭ মে: গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদন্ডপ্রাপ্ত এক কয়েদি মারা গেছে। তার নাম মো. নূরুল ইসলাম হাওলাদার (৬৫)। সে ঝালকাঠি জেলার বদনাকাঠি গ্রামের মৃত আশ্রাফ আলী হাওলাদারের ছেলে।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার জান্নাত উল ফরহাদ জানান, ঢাকার শ্যামপুর থানার নারী ও শিশু নির্যাতন আইনের একটি মামলায় ২০০৩ সালে আদালত নূরুল ইসলাম হাওলাদারকে মৃত্যুদন্ডের রায় দেন। মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত নূরুল ইসলাম হাওলাদারকে ২০১৩ সালের নবেম্বরে এ কারাগারে স্থানান্তর করা হয়। মঙ্গলবার দিবাগত রাত পৌণে ১০ টার দিকে সে বুকে ব্যাথা অনুভব করলে তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার নূরুল ইসলাম হাওলাদারকে মৃত ঘোষণা করেন।