দৈনিকবার্তা-কুষ্টিয়া, ২৭ মে: আসন খালি থাকা সাপেক্ষে আবারও ভর্তি কার্যক্রমের সময় ৮ জুন পর্যন্ত বৃদ্ধি করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অফিস এ বিষয়টি নিশ্চিত করে।সূত্র জানায়, ইবি’র ২০১৪-’১৫ শিক্ষাবর্ষে অনার্স ১ম বর্ষের ভর্তি কার্যক্রম গত ২০ মে শেষ হয়েছে। তারপরও ৫টি বিভাগে (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, আরবী ভাষা ও সাহিত্য, রাষ্ট্রনীতি ও লোকপ্রশাসন, গণিত এবং ব্যবস্থাপনা) ৫টি আসন খালি থাকায় কেন্দ্রীয় ভর্তি কমিটি জরুরী মিটিংয়ের মাধ্যমে আবারও ভর্তি কার্যক্রমের সময় বৃদ্ধি করেছে।
বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার (শিক্ষা) মো. নুরুল ইসলাম বলেন, ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমরা ইউনিটগুলোতে চিঠি পাঠিয়েছি। ইউনিটগুলোকে ৮ জুনের মধ্যে শূণ্য আসনে ভর্তির কাজ শেষ করতে বলা হয়েছে।এ ব্যাপারে সংশ্লিষ্ট ইউনিট সমন্বয়কারীদের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, তারা এখনও কোন চিঠি পায়নি। তবে চিঠি পাওয়া মাত্রই ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তারা জানান।