দৈনিকবার্তা-রাজশাহী, ২৭ মে: বৈদেশিক মুদ্রা আয়ের মাধ্যমে রাজশাহী অঞ্চলের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তনের পাশাপাশি অর্থনীতি গতিশীল করার জন্য এ অঞ্চল থেকে আরো দক্ষ জনশক্তি রফতানির ওপর গুরুত্বারোপ করেছেন বক্তারা ।তারা স্থানীয় রেশম সুতা খাতকে নতুনভাবে উজ্জ্বীবিত করে হারানো ঐতিহ্য ফিরিয়ে এনে দেশীয় চাহিদা মেটানোর পাশাপাশি বিদেশে রফতানির জন্য এর উৎপাদন বৃদ্ধির ওপর জোর দেন।
বক্তারা বৈদেশিক মুদ্রা আয়ে সরকারের উদ্যোগ ও সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে এ অঞ্চলে কৃষি ও অকৃষি পণ্য উৎপাদনে শিল্প প্রতিষ্ঠার মাধ্যমে রফতানি পণ্য বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
রাজশাহী নগরীতে রফতানি উন্নয়ন ব্যুরো আঞ্চলিক কার্র্যালয়ে অনুষ্ঠিত বাংলাদেশের সিল্ক পণ্য রফতানির জন্য পণ্যের উন্নয়ন বহুমুখীকরণ এবং অভিযোজন বিষয় সেমিনারে বক্তারা একথা বলেন।ইপিবি’র জাতীয় প্রশিক্ষণ কার্যক্রমের অধীনে এ সেমিনারের আয়োজন করা হয়। সরকারি সংশ্লিষ্ট বেসরকারি কর্মকর্তা, রফতানীকারক, উদ্যোক্তা এবং সংশ্লিষ্ট ৫০ জন এতে অংশ নেন।রাজশাহী বিভাগীয় কমিশনার হেলাল উদ্দিন আহমেদ এতে প্রধান অতিথি ছিলেন।বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক আনিসুল হক ভুইয়া, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্টির সভাপতি মনিরুজ্জামান ও রেশম শিল্প মালিক অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী এতে বক্তব্য রাখেন।ইপিবি পরিচালক মোয়াজ্জেম হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।ইপিবি’র পরিচালক (পণ্য) আব্দুর রউফ মূল প্রবন্ধ উপস্থাপন করেন।