hai cort.hd

দৈনিকবার্তা-ঢাকা, ২৭ মে: সাগরে ভাসমান এবং থাইল্যান্ডের জঙ্গলে মৃত ও জীবিত বাংলাদেশী নাগরিকদের উদ্ধারের নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের আদেশের জন্য আগামীকাল বৃহস্পতিবার দিন ধার্য করেছেন আদালত। বুধবার বিচারপতি ফারাহ মাহবুব ও কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটের শুনানি শেষে আদেশের জন্য ওই দিন ধার্য করা হয়।

মঙ্গলবার মানবাধিকার সংগঠন ন্যাশনাল ফোরাম ফর প্রোটেকশন অব হিউম্যান রাইটস এ রিট আবেদনটি করেছিল।রিট আবেদনের পক্ষে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট তাজুল ইসলাম। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করিম। স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের সচিব, পুলিশের আইজি, কক্সবাজার জেলা প্রশাসক ও টেকনাফ থানার ওসিকে এ রিটের বিবাদী করা হয়েছে।