emajuddin_264137

দৈনিকবার্তা-ঢাকা, ২৬ মে: সাগরে ভাসমান বাংলাদেশিদের উদ্ধারে সরকার চেষ্টা করছে না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এমাজউদ্দীন আহমেদ। তিনি বলেন, যুদ্ধজাহাজ থাকা সত্ত্বেও তাদের উদ্ধার করা হচ্ছে না।মঙ্গলবার বিকেলে জিয়া কল্যাণ পরিষদ আয়োজিত জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় এম মন্তব্য করেন বিএনপিপন্থি বুদ্ধিজীবী হিসেবে পরিচিত এ শিক্ষক।

তিনি বলেন, আমাদের যুদ্ধ জাহাজ থাকা স্বত্ত্বেও সাগরে ভাসছে বাংলাদেশিরা। এদের উদ্ধারে সরকারের কোনো কার্যকরী পদক্ষেপ নেই। আমাদের দেশের কতজন সাগরে ভেসে মারা যাচ্ছে তার সঠিক সংখ্যা আমরা এখনও জানতে পারিনি। হয়তো জানতেও পারবো না। এমাজউদ্দীন আহমেদ বলেন, তারা (অবৈধ পন্থায় নৌপথে বিদেশ যেতে গিয়ে যারা এখন সাগরে ভাসছেন) যদি সুস্থভাবে বিদেশ গিয়ে দেশে রেমিটেন্স পাঠাতো তখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়তো বলতেন, এটা আমাদের বিশাল অর্জন। অথচ এ অর্জন ডবাসী বাংলাদেশিদের।

তিনি বলেন, আজ আমরা ভালো আছি কেবল অশিক্ষিত আর আধা শিক্ষিত ৯০ লাখ শ্রমিকের কারণে। যারা ১৭০টি দেশে গিয়ে রেমিটেন্স পাঠাচ্ছে। তাদের কারণে দেশ অর্থনীতি শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে।অনুষ্ঠানে এমাজউদ্দীন আহমেদসহ অন্য বক্তারা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানে বিভিন্ন কর্মের ওপর আলোচনা করেন।জিয়া কল্যাণ পরিষদের সভাপতি রাইজা খানম ঝুনুর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আবেদ রেজা, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক পলাশ, সংগঠনিক সম্পাদক আবদুর রহিম জাহিদ প্রমুখ।