দৈনিকবার্তা-ঢাকা, ২৬ মে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানান, জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার মামলাটি প্রক্রিয়াধীন আছে৷ শিগগিরই জামায়াত নিষিদ্ধ করার রায় আসছে৷ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু-বাংলাদেশ, উন্নয়নের রুপকার শেখ হাসিনার কার্যক্রম শীর্ষক আলোচনা সভায় মন্ত্রী এ কথা বলেন৷তিনি বলেন, জামায়াতসহ সকল প্রকার যুদ্ধাপরাধীদের বিচার করার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার৷ তিনি বলেন, জিয়াউর রহমান যেমন বঙ্গবন্ধুকে হত্যা করেছিল তেমনি ২০০৪ সালে তার পুত্র তারেকও শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল৷ তারা ক্ষমতায় থাকতে আওয়ামী লীগকে ধ্বংস করার কাজে ব্যস্ত থাকে কিন্তু আমরা ধ্বংসের রাজনীতিতে বিশ্বাসী করি না৷
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে চিফ হুইফ আ স ম ফিরোজ বলেন, বিএনপি হত্যার রাজনীতিতে বিশ্বাসী৷বিএনপি সিটি নির্বাচন বর্জন করে বিশ্ববাসীর কাছে আওয়ামী লীগকে হেয় প্রতিপন্ন করতে চেয়েছিল৷ কিন্তু তারা তা করতে ব্যর্থ হয়েছে, কারণ বিশ্ববাসী জানে সিটি নির্বাচন সুষ্ঠু হয়েছে৷ তিনি বলেন, ২০১৯ সালের নির্বাচনেও এমন কোনো শক্তি নেই যে আওয়ামী লীগকে পরাজিত করবে৷আলোচনা সভায় আব্দুল্লাহ আল কাওসার, এম এ করিম, বলরাম পোদ্দার প্রমুখ উপস্থিত ছিলেন৷