image_127858

দৈনিকবার্তা-ঢাকা, ২৬ মে: আগামী মাসে বাংলাদেশ সফরে আসার আগেই নতুন কোচ পাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। এ সফরের জন্য ইতোমধ্যে ১৫ সদস্যের টেস্ট ও ওয়ানডের দু’টি দল ঘোষণাও করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। কিন্তু দলের কোচ, ডিরেক্টর বা স্টাফদের নাম ঘোষণা করেনি তারা। তবে আগামী ৬ জুন দলের কোচ, ডিরেক্টর ও স্টাফদের নাম ঘোষণা করা হবে বলে জানালেন বিসিসিআই সম্পাদক অনুরাগ ঠাকুর।সোমবার সন্ধ্যায় বিসিসিআই সভাপতি জাগমোহান ডালমিয়ার বাসভবনে এক বৈঠক করেন ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) চেয়ারম্যান রাজীব শুক্লা ও অনুরাগ।

সদ্য শেষ হওয়া আইপিএল নিয়ে কথা বলা ছাড়াও বাংলাদেশ সফরে ভারতের কোচ, ডিরেক্টর ও স্টাফ হিসেবে কারা যা”েছন তা নিয়ে আলোচনা হয় বৈঠকে।আলোচনার বিষয় সাংবাদিকদের জানিয়ে অনুরাগ বলেন, ‘আগামী ৫ জুন এখানে (কোলকাতা) পৌঁছাবে ভারতীয় দল। পরের দিন তাদের ফিটনেস পরীক্ষা করা হবে এবং ৭ জুন বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবে টিম ইন্ডিয়া। আর ৬ জুন কোচ, ডিরেক্টর ও স্টাফদের নাম ঘোষণা করা হবে।মূলত আইপিএলের অষ্টম আসর সফলভাবে শেষ হওয়ায় ডালমিয়ার সাথে দেখা করতে এসেছেন বলে জানান অনুরাগ, ‘আইপিএলের অষ্টম আসর সফলভাবে শেষ হওয়ায় ব্যক্তিগতভাবে সভাপতির সাথে আমি দেখা করতে এসেছি।আসন্ন বাংলাদেশ সফরে একটি টেস্ট, তিনটি ওয়ানডে খেলবে ভারত। ফতুল্লায় আগামী ১০ জুন শুরু হবে সফরের একমাত্র টেস্ট। এরপর তিন ম্যাচের ওয়ানডেগুলো হবে যথাক্রমে ১৮, ২১ ও ২৪ জুন। সবগুলো ওয়ানডেই হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে।