দৈনিকবার্তা-পাইকগাছা (খুলনা),২৬মে : খুলনার পাইকগাছা পৌরসভার ৪নং ওয়ার্ডের বাসিন্দারা রাস্তার অভাবে চরম ভোগান্তির স্বীকার হচ্ছে। পৌরসভার শিববাটী ব্রিজ সংযোগ সড়ক থেকে মাহাবুব চেয়ারম্যানের বাড়ী পর্যন্ত প্রায় ৭০ ফুট কোনো রাস্তা নাই। চেয়ারম্যানের বাড়ি থেকে পশ্চিম দিকে উক্ত রাস্তাটি ইটের সোলিং থাকলেও মাঝখানে গোলবাগান পর্যন্ত প্রায় ৭০ ফুট জায়গা মাটির কোনো রাস্তা নেয়। এর মধ্যে একটি খালের উপর বাঁশের সাকো দিয়ে ঝুঁকি নিয়ে পার হতে হয়।
এলাকাবাসী ঘেরের আইল দিয়ে আসা যাওয়া করছে। বর্ষার সময় স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীরা কাদামটি মেখে পৌরসদরে পৌছাতে হচ্ছে। এই ৭০ ফুট না থাকায় শিবাবাটী ব্রিজ থেকে জিরো পয়েন্ট হয়ে প্রায় ২ কিলোমিটার ঘিরে পাইকগাছা পৌরসভায় আসতে হচ্ছে। ৪নং ওয়ার্ডের ভূক্তভোগী বাসিন্দা ইয়াসিন আরাফত আক্কাজ জানান, প্রায় ৭০ ফুঁট কাঁচা রাস্তা থাকায় ঘেরের আইল দিয়ে আসা যাওয়া করতে হচ্ছে এবং বর্ষার সময় চরম ভোগান্তীর স্বীকার হতে হয়। অনেক সময় ঘেরের আইল থেকে পা পিচলে পানিতেও পড়ে যাওয়ার ঘটনা ঘটে। মেয়র সেলিম জাহাঙ্গীর জানান, পৌরসভার কোনো রাস্তায় মাটির কাজ করার সুযোগ নাই। এজন্য এমপি মহোদয়ের সহযোগীতা নিয়ে ঐ জায়গাটি মাটির রাস্তা তৈরি করার পর পাঁকা রাস্তা করা হবে। এ এলাকার ভূক্তভোগী বাসিন্দারা রাস্তাটির গুরত্ব বিবেচনা করে দ্রুত রাস্তা তৈরি করার দাবী করেছে।