Kamrul1432633703

দৈনিকবার্তা-ঢাকা, ২৬ মে: নিরাপদ খাদ্য নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং বিশুদ্ধ খাদ্য আদালত গঠন করার উদ্যোগ নিয়েছে সরকার। আগামী কয়েক দিনের মধ্যে ভ্রাম্যমাণ আদালতের প্রজ্ঞাপন জারি করা হবে। এছাড়া আফ্রিকার দেশগুলোতে চাল রফতানির জন্য বাজার খুঁজছে সরকার।

মঙ্গলবার দুপুরে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এসব তথ্য জানান।মঙ্গলবার সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেনস ব্লুম বার্নিকাট খাদ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। মন্ত্রী সাংবাদিকদের বলেন, আমাদের খাদ্য নিরাপত্তা আইন নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে। তিনি সন্তোষ প্রকাশ করেছেন। খাদ্য নিরাপত্তা নিয়ে কাজ করতে ও সহযোগিতা দিতে আগ্রহ প্রকাশ করেছে ইউএসএআইডি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে দেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং বিশুদ্ধ খাদ্য আদালত গঠন করা হবে। দেশের বিভিন্ন আদালতকে নিরাপদ খাদ্য আদালতের দায়িত্ব দেওয়া হবে। তিনি বলেন, দুই-একদিনের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভ্রাম্যমাণ আদালতের প্রজ্ঞাপন জারি করা হবে।এছাড়া মোবাইল কোর্ট পরিচালনা বিষয়েও প্রজ্ঞাপণ হবে বলে জানিয়েছেন তিনি।মন্ত্রী বলেন, নিরাপদ খাদ্য আইন সম্পর্কে আমরা কাজ করছি। শ্রীলঙ্কা, ভারতে ২/৩ বছর সময় লেগেছে। আমাদের এত সময় লাগবে না। আমরা দ্রুত সময়ে করবো। আমাদের কাজ শুরু হয়ে গেছে।

আইনের অধীনে বিভিন্ন সাজা দেওয়ার ব্যাপারে মোবাইল কোর্টের আওতায় অনেক ধারা আনা হয়েছে। যেগুলো দিয়ে সাজা দেওয়া হবে। মোবাইল কোর্টের জন্য আইন মন্ত্রণালয় ভেটিং দিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিছু দিনের মধ্যে প্রজ্ঞাপণ জারি হবে। আগের পিওর ফুড অর্ডিনেন্স বাতিল করে এ আইন হচ্ছে, যোগ করেন কামরুল ইসলাম।নিরাপদ খাদ্য আদালত গঠনের পাশাপাশি এবং মোবাইল কার্টেও সাজা দেওয়ার বিধান রাখা হচ্ছে বলে জানান তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, ‘নিরাপদ খাদ্য আদালত গঠন হচ্ছে, ঢাকাসহ দেশের সমস্ত জেলায় বিভিন্ন আদালতকে নিরাপদ খাদ্য আইনে আদালত হিসেবে ঘোষণা করা হবে। সে রকম একটা বিধানও কয়েক দিনের মধ্যে হয়ে যাচ্ছে। আদালতগুলোকে দায়িত্ব দেওয়া হবে। এটার প্রজ্ঞাপণ জারি করা হচ্ছে। প্রায় ৩৩টি ধারা মোবাইল কোর্টে বিচার করা হবে।মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে নিরাপদ খাদ্য আইন ও এর অধীনে বিধি এবং কর্তৃপক্ষ গঠন বিষয়ে আলাপ হয়েছে বলেও জানান খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।তিনি বলেন, শ্রীলঙ্কায় চাল রফতানি, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত নেপালে ১০ হাজার টন চাল সহায়তা, আফ্রিকাতে চাল রফতানির জন্য বাজার খোঁজা হচ্ছে।আমাদের বিভিন্ন বিষয়ে ওইসব প্রশংসা করে নিরাপদ খাদ্য ও খাদ্য নিরাপত্তা নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। ইউএস এইড আমাদের সঙ্গে কাজ করছে, ভবিষতে আরও বেশি সহযোগিতা প্রসারিত করবে, বলেন মন্ত্রী।