দৈনিকবার্তা-ঠাকুরগাঁও, ২৬ মে: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ডিএন ডিগ্রি কলেজের সামনে ব্যাটারি চালিত অটোরিকশায় ওড়না পেঁচিয়ে পড়ে গিয়ে নিপুণ রায় (১১) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ মে) সকাল ১০টার দিকে পীরগঞ্জ-রানীশংকৈল সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিপুণ উপজেলার নারায়ণপুর গ্রামের অরুন চন্দ্র রায়ের মেয়ে। সে নারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। স্থানীয়রা জানান, সকালে প্রাইভেট পড়ে অটোরিকশায় করে বাড়ি ফিরছিল নিপুণ। পথে ডিএন ডিগ্রি কলেজের সামনে ওড়না অটোরিকশার চাকায় পেঁচিয়ে গেলে সে রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা এ অবস্থায় নিপুণকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পীরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।