news_imgদৈনিকবার্তা-জাবি, ২৬ মে: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আফম কামাল উদ্দিন হল ও মীর মশারফ হোসেন হল ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে৷ মীর মশারফ হোসেন হল ছাত্রলীগের নেতাকর্মীরা রড-পডাইপ রামদাসহ দেশিয় অস্ত্র নিয়ে (রিপাের্ট লেখা পর্যনত্ম) কামাল উদ্দিন হলের সামনের (কবীর স্মরনি) অবস্থান নিয়েছে৷ পক্ষানত্মরে আফম কামাল উদ্দিন হলের ছাত্রলীগ নেতাকর্মীরাও রড-পাইপ নিয়ে হলের সামনে অব্স্থান নিয়েছে৷এর আগে দুপুরে কামাল উদ্দিন হলের আবাসিক ছাত্র ও জাবি শাখা ছাত্রলীগের উপ অর্থ সম্পাদক জুয়েল রানা এবং মীর মশারফ হোসেন হলের আবাসিক ছাত্র ও ছাত্রলীগের সাহিত্য সম্পাদক সানোয়ার হোসেনের সাথে মধ্যে নতুন কলার সামনে বাকবিতন্ডা হয়৷ এসময় ছাত্রলীগের উপ তথ্য ও গবেষণা সম্পাদক (বহিষ্কৃত) আবদুর রহিম জুয়েল, জাবি শাখা ছাত্রলীগের উপ অর্থ সম্পাদক জুয়েল রানাকে ধাক্কা দিলে কামাল উদ্দিন হলের ছাত্রলীগ নেতাকর্মীরা আবদুর রহিমকে মারধর করে৷ পরে মীর মশারফ হোসেন হলের ছাত্রলীগ নেতাকর্মীরা দেশিয় অস্ত্রসহ কামাল উদ্দিন হলের সামনে অবস্থান নেয়৷ এসময় জাবি ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান জনি ও সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেলের হসত্মৰেপে মীর মশারফ হোসেন হল ছাত্রলীগের নেতাকর্মীরা কবীর স্মরণি থেকে সওে গিয়ে বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামের সামনে অবস্থান নেয়৷ অন্যদিকে মীর মশারফ হোসেন হলের ছাত্রলীগ নেতাকর্মীরা এক সাংবাদিককে লাঞ্ছিত করেছে৷

এ বিষয়ে আবদুর রহিম জুয়েল বলেন, কোন কারণ ছাড়াই আমাকে মারধর করেছে৷ উপ অর্থ সম্পাদক জুয়েল রানা বলেন, আবদুর রহিম আমাদের সাথে বেয়াদবি করেছে তাই শাসন করেছি৷জাবি ছাত্রলীগ সভাপতি মাহমুদুর রহমান জনি বলেন, একটু উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি শানত্ম রয়েছে৷প্রক্টর অধ্যাপক তপন কুমার বলেন, পরিস্থিতি শানত্ম রয়েছে৷