দৈনিকবার্তা-ঢাকা, ২৬ মে: সরকারের দমন-পীড়নের কারণে দলের অনেক নেতা-কর্মী ও সাধারণ জনগণ বিগত আন্দোলনে রাজপথে নামতে পারেনি বলে স্বীকার করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা,প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনায় তিনি এ কথা বলেন। ডক্টর্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত ‘জিয়াউর রহমানের ৩৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গণতন্ত্র ও শহীদ জিয়া’ শীর্ষক আলোচনা সভার করে।সরকারের অন্যায় ও একনায়কোচিত শাসনের কারণে জনগণ ক্ষুব্ধ দাবি করে তিনি বলেন, সঠিক নির্বাচন হলে তারা আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিশোধ নেবে।
সরকারকে হুঁশিয়ার করে দিয়ে নজরুল ইসলাম খান বলেন, নেতা-কর্মীদের নামে হয়রানিমূলক মামলা দিয়ে আর গুম-খুন করে বিএনপিকে নিশ্চিহ্ন করা যাবে না। নেতা-কর্মীদের গ্রেফতার করলেই বিএনপি শেষ হয়ে যাবে না মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান । তিনি বলেন, বাংলাদেশের মানুষ লড়াইয়ের ময়দানে হয়তো আমাদের সাথে থাকে না। কিন্তু সময় যখন আসবে তখন তারা উপযুক্ত জবাব দিবে।
অত্যাচার নির্যাতন হামলা-মামলা করে বিএনপিকে দমানো যাবেনা মন্তব্য করে তিনি বলেন, আওয়ামী লীগ যাদের কথা চিন্তাও করছেন না, তারাই আগামী দিনের আন্দোলনের নেতৃত্ব দিবে এবং সমূচিত জবাব দিয়ে স্বৈরাচারী সরকারের পতন ঘটাবে।২০১৪ সালের নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি ভুল করেনি জানিয়ে বিএনপির এই জৈষ্ঠ্য নেতা বলেন, একটা সুষ্ঠু নির্বাচন হলেই তা প্রমান হবে। বাংলাদেশের জনগণের হিসেবে কখনো ভুল হয় না। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের সুযোগ পেলে তারা সঠিক রায় দিয়ে থাকে।আওয়ামী লীগ নেতাদের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য নজরুল ইসলাম বলেন , যারা বলে জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না আসলে তারাতো মুক্তিযুদ্ধো দেখেইনি। রাজনীতিতে সবাই সবার সমালোচনা করার যোগ্য নয়। যারা তাঁর (জিয়া)কে নিয়ে সমালোচনা করে তাদেরকে ভাবতে হবে আমি কি সে কি ছিলো।
এ সময় তিনি বলেন আমি মাঝে মাঝে অবাক হই,বীর উত্তম খেতাব অর্জন তাহলে কি করে সম্ভব হলো।তখন তো রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলো শেখ মুজিবুর রহমানের সরকার। আয়োজক সংগঠনের সভাপতি একে এম আজিজুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন, সংগঠনের মহাসচিব ডা.এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম-মহাসচিব রফিকুল ইসলাম বাচ্চু, প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু প্রমুখ।