দৈনিকবার্তা-ঢাকা,২৬মে : চীনের হেনান প্রদেশের একটি নার্সিং হোমে আগুন লেগে ৩৮ জনের মৃত্যু হয়েছে। সোমবার রাতে হেনানের পিংদিংশান শহরের ব্যক্তিমালিকানাধীন কানগ্লেয়ুয়ান নার্সিং হোমের এ ঘটনায় আরো ছয়জন আহত হয়েছেন।
চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, হাসপাতালে ভর্তি আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।শেষ খবর পাওয়া পর্যন্ত নার্সিং হোমটিতে তল্লাশি ও উদ্ধার অভিযান চলছিল। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। চীনের সেন্ট্রাল টেলিভিশনের ফেইসবুক পেইজে পোস্ট করা এক ছবিতে একটি ভবন থেকে বিশাল ধোঁয়া উঠতে দেখা গেছে।ছবি দেখে ভবনটির অবস্থান একটি পেট্রল পাম্পের পেছনে বলে মনে হচ্ছে।