Gournadi Photo- 26-05-15 (2)

দৈনিকবার্তা- গৌরনদী (বরিশাল), ২৬ মে: গৌরনদী পৌরসভার আয়োজনে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৫ গতকাল বালুর মাঠে শুভ উদ্বোধন করা হয়৷ ফুটবল খেলাটি গৌরনদী পৌরসভার মেয়র ও উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হাসান পাটোয়ারী ৷ বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগ নেতা আবু সাইদ নান্টু ,জয়নাল খন্দকার, প্রেসক্লাবের সাবেক সভাপতি জামাল উদ্দিন,সহ-সভাপতি বিশ্বজিত সরকার বিপ্লব, দপ্তর সম্পাদক মনিষ চন্দ্র বিশ্বাস,গৌরনদী রিপোর্টাস ইউনিটির সভাপতি মো: রফিকুল ইসলাম সবুজ ,মনির সরদার,তাজবিরুল মহসিন বাবুল,সরকারী গৌরনদী কলেজ ছাত্রলীগের সহসভাপতি লুত্‍ফর রহমান দিপ ৷টুনামেন্ট পরিচালনা করেন শিপন,নজরুল,উত্তম৷ উক্ত খেলায় তিখাসার বন্ধুমহল কোটালিপাড়া সিতাকুন্ড ক্রীড়া চক্রকে টাইবেকারে ৪-৩ গোলে পরাজিত করে৷